মালদহের চাঁচল মহকুমা হাসপাতালের সুপারের বদলির সিদ্ধান্ত স্থগিত করল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের পর শুক্রবার বিকেল থেকে সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বিএমওএইচকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করে চাঁচল নাগরিক মঞ্চ। রাতে আন্দোলনের কথা জেনে হাসপাতালে পৌঁছন উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূরও।
সুপারের বদলি রদ-সহ মহকুমা হাসপাতালের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তোলার দাবিতে এ দিন অবস্থান বিক্ষোভ শুরু হয়। রাতে স্বাস্থ্য দফতরের তরফে মঞ্চের সদস্যদের সুপারের বদলি রদের সিদ্ধান্ত জানানো হয়। এতে প্রায় ৪ ঘণ্টা বাদে রাত ৮টা নাগাদ ঘেরাওমুক্ত হন দুই স্বাস্থ্যকর্তা। পাশাপাশি দ্রুত মহকুমা হাসপাতালের পরিকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্য দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়।
মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ মণ্ডল বলেন, “হাসপাতালের সুপারের বদলি আপাতত রদ করা হল। স্বাস্থ্যভবনের ওই সিদ্ধান্তের কথা মঞ্চের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের উন্নয়ন নিয়ে যে সমস্ত দাবির কথা বলা হয়েছে, তার অনেকগুলিই করা হয়েছে। বাকিগুলিও যাতে দ্রুত হয় তা দেখা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সঙ্গেও কথা হয়েছে।” মৌসম বলেন, “ওই সুপার ভাল কাজ করছেন বলে সবাই দাবি করছেন। আন্দোলনকারিদের পাশে দাঁড়াতেই হাসপাতালে গিয়েছিলাম।”