ফাঁসিদেওয়া এখনও পুরোপুরি শহর হয়ে ওঠেনি বলে মনে করেন সেখানকার বাসিন্দারাই। বিশেষত, অনেক বাড়িতেই এখনও গবাদি পশু রাখা হয়। সীমান্ত কাছে হওয়ায় রাতের ঘুম উবে যায় অনেকেরই। কারণ, ঝড় বৃষ্টির কিংবা ঘন কুয়াশা হলে সীমান্ত পারের চোরেরা সক্রিয় হয়ে ওঠে। বাইরে থেকে দরজা ‘বন্ধ’ করে গবাদি পশু নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
কয়েক দশক আগে থেকেই দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ায় গরু-পাচারকারীদের দৌরাত্ম্য চলছে। এ পারের একাংশ দুষ্কৃতী সমস্ত খোঁজখবর ওপারে চালান করে ঘটনাগুলি ঘটায়। বন্দরগছ বা ফাঁসিদেওয়ার একসময় গর্ব মহানন্দা নদীর মধ্যে দিয়ে গরু নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ফাঁসিদেওয়ায় একেবারে লালদাস জোত থেকে মুড়িখাওয়া অবধি প্রায় ২০ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এরমধ্যে ধনিয়ামোড় থেকে বন্দরগছ অবধি ২ কিলোমিটারের একটু বেশি এলাকা মহানন্দা নদীর জন্য উন্মুক্ত। সারা বছর তো বটেই, বর্ষায় মজে যাওয়া মহানন্দায় আজকাল আগের মত খুব একটা জলও ওঠে না। আর শীতের রাত তো রয়েছেই। সেই সুযোগেই পাচারের ঘটনাগুলি ঘটে বলে অভিযোগ করেন বাসিন্দারা। একাধিক ঘটনায় ধরা পড়েছে সীমান্ত টপকে আসা সন্দেহভাজনেরাও। পুলিশের খাতায়, এপ্রিল-মে মাসের পর ঘটনা না ঘটলেও পুলিশে নথিভুক্ত না হওয়া ছুটছাট ঘটনা ঘটেই চলে। এমনকি, ফাঁসিদেওয়ার প্রসিদ্ধ শতাব্দী প্রাচীন মন্দিরে চুরির ঘটনাও ঘটেছে। পরে মন্দিরের দেবীর ভাঙা অংশ নদীরে মাঝের চর থেকে উদ্ধার হওয়ায় বাসিন্দাদের বা পুলিশের কাছে বোঝার উপায় থাকে না, মালপত্র আসলে যাচ্ছে কোথায়!