কর্মব্যস্ত সময়ে ফরওয়ার্ড ব্লকের সভা, মিছিলে অবরুদ্ধ হল জলপাইগুড়ি শহর। মঙ্গলবার দুপুরে তার জেরে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
এইমসের ধাঁচে হাসপাতাল উত্তরবঙ্গে স্থাপন সহ সাত দফা দাবিতে ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের রাস্তা দখল করে অবস্থান করেন। যানজটে থমকে যায় জনজীবন। বাস আটকে স্কুল ফেরত কচিকাঁচারা দুর্ভোগে পড়ে। ভিড় ঠেলে বাইক, সাইকেল, পথচারীও এগোতে পারেনি। প্রায় এক ঘণ্টা ভোগান্তি চলে। অবস্থান শেষে মিছিল শুরু হতে ফের শহর স্তব্ধ হয়। ওই রেশ না কাটতে বিজেপির দীর্ঘ বিজয় মিছিলে যানজটের কবলে পড়ে শহর।
শহর জুড়ে এমন বিশৃঙ্খলা দেখে ক্ষুব্ধ পথচারী মহলে প্রশ্ন উঠেছে ব্যস্ততম রাস্তা আটকে কেন অবস্থান আন্দোলন হবে? পুলিশ কর্তারা ওই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “গোলমাল তো কিছু হয়নি।” যদিও পরিস্থিতি সামাল দিতে নাকাল ট্রাফিক পুলিশের এক কর্তা জানান, এ দিনের অবস্থান আন্দোলনে এতো ভিড় হবে সেটা তাঁদের ধারণা ছিল না।