তৃণমূলের ইউনিয়নের তোলাবাজির প্রতিবাদ করে ধর্মঘট করল শাসক দলেরই নিয়ন্ত্রণাধীন একটি অটো ইউনিয়ন।
রবিবার শিলিগুড়ির কোর্ট মোড়ে আইএনটিটিইউসি প্রভাবিত আশিঘর অটো ইউনিয়নের চালককে মারধরের অভিযোগ ওঠে আইএনটিটিইউসি-ই প্রভাবিত কোর্ট মোড় অটো চালকদের সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আশিঘর মোড় থেকে সমস্ত রুটে অটো বন্ধ রাখে সেখানকার অটো চালকদের সংগঠন।
শিলিগুড়ির প্রায় সব অটো সংগঠনই তৃণমূলের শ্রমিক সংগঠন প্রভাবিত। অটো চালকদের সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে তাঁদের সব সংগঠনই সদস্যদের কাছ থেকে দৈনিক ২০ টাকা করে নেয়। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে একই অটোচালকের কাছ থেকে বিভিন্ন সংগঠন একই দিনে টাকা দাবি করছে। তাই সেই অটো চালককে দিনে একাধিকবার ২০ টাকা করে বিভিন্ন সংগঠনকে দিতে হচ্ছে। এ দিন আশিঘরের অটো চালকদের সংগঠনের কাছে ২০ টাকা দিয়ে বেরিয়ে কোর্ট মোড়ে আসেন এক অটোচালক। তখন সেই এলাকার সংগঠনের সদস্যেরা ফের তাঁর কাছ থেকে ২০ টাকা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করলে গোলমাল বাঁধে। ওই চালককে মারধর করা হয়। তিনি তা পুলিশকেও জানিয়েছেন। এরপরেই ধর্মঘট শুরু হয়।