আমার উনি বনাম আমার দাদা।
এক হেঁশেল। একই বাড়ি। ভোটের বৈতরণী পার হতে ভরসাও এক প্রিয়রঞ্জন দাশমুন্সি।
প্রিয়বাবুর স্ত্রী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি ও ভাই তৃণমূলের প্রার্থী সত্যরঞ্জন দাশমুন্সি। দু’জনেই তাঁকে সামনে রেখে প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৬ সালে গোয়ালপোখর বিধানসভা নির্বাচন থেকেই দীপা প্রিয়বাবুর প্রভাব ও প্রতিষ্ঠা ব্যবহার করছেন। তার পরে প্রিয়বাবু অসুস্থ হয়ে পড়ার পর তাঁরই নির্বাচনী কেন্দ্র রায়গঞ্জে দাঁড়িয়ে স্বামীকে সামনে রেখেই ২০০৯ সালের লোকসভা নির্বাচনে জেতেন দীপা। এ বার লোকসভা ভোটে দাঁড়িয়ে সত্যরঞ্জনও প্রিয়বাবুকে সামনে রেখে প্রচার করবেন বলে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের ডাকে করণদিঘি এলাকার এক প্রেক্ষাগৃহে দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল অন্দরের খবর, প্রিয়বাবুকে সামনে রেখে প্রচার চালালে কংগ্রেসের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের ভোট পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রিয়বাবুর ভাই অন্য দলের হয়ে দাঁড়ালেও তিনিই যে প্রাক্তন কংগ্রেস সাংসদের প্রকৃত উত্তরসূরি, তাও প্রচার করবে তৃণমূল।