কোচবিহার থেকে বাগডোগরা হয়ে কলকাতা যাওয়ার ছোট বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা চলছেই। সম্প্রতি দিল্লি থেকে বাগডোগরা বিমান বন্দরের গরমের মরসুমের বিমান চলাচলের বিস্তারিত সময়সূচি ঘোষণা করে দিয়েছে ডিরেক্টর অব সিভিল এভিয়েশন। চলতি বছরের আগামী ২৯ মার্চ থেকে ২৪ অক্টোবর অবধি সময়ের তালিকায় টাটা ভিস্তারার মতো বিলাসবহুল বিমানের সময়সূচি থাকলেও ছোট কোনও বিমান সংস্থার নাম নেই। উল্লেখ্য, গত ছয় মাস ধরে নানা সময়েই রাজ্য সরকারের তরফে ওই বিমান কিছুদিনের মধ্যেই চালু হতে চলছে বলে ঘোষণা করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে ওই ছোট বিমান পরিষেবা দ্রুত চালু হতে চলেছে বলে শিলিগুড়িতে ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিমানবন্দর সূত্রের খবর, চলতি মাসেই কোচবিহার থেকে ওই বিমান চালুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে পড়েছে। গত মাসের শেষে বাগডোগরায় ওই রুটে বিমান চালানোর কথা সংস্থাটির রয়েছে, তাঁদের তরফে দফতর-সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয়তার কথা জানিয়ে দেওয়া হয়। সেই ব্যবস্থাও করা হয়। তার পরে আর কোনও কিছুই জানানো হয়নি। মূলত অন্ডাল বিমানবন্দরের বিদ্যুতের খুঁটি সরানো ছাড়াও অন্য পরিকাঠামোগত সমস্যা মেটা এবং মুখ্যমন্ত্রীর সময় পেলেই নতুন করে দিনক্ষণ করা হতে পারে। বাগডোগরা থেকে অন্ডালের নতুন বিমান বন্দরের মাটি ছুঁয়ে বিমানটির কলকাতা যাওয়ার কথা রয়েছে। সেই রুটের মধ্যে কোচবিহার ছাড়া দুর্গাপুরও থাকবে।
বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা রাকেশ সহায় বলেন, “নতুন করে গরমের মরসুমে টাটা গোষ্ঠীর বিমান পরিষেবা চালু হচ্ছে। তবে এ ছাড়া নতুন কোনও বিমান চলাচলের খবর নেই। কোচবিহারের ছোট বিমানটি চালুর কথা শুনেছিলাম ঠিকই। তবে এখনও কোনও নির্দেশিকা পাইনি।”