অচলাবস্থায় থাকা ডুর্য়াসের চা বাগানগুলির চিকিৎসা ব্যবস্থা যথাযথ তো নয়ই, বরং অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার ন্যুনতম পরিষেবাটুকু মিলছে না বাগানের হাসপাতালগুলিতে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক দল চিকিৎসকের এটাই পর্যবেক্ষণ। অপুষ্টি আর বেহাল স্বাস্থ্য পরিষেবার জন্য বাগানগুলিতে মৃত্যুর হার বেশি বলে তাঁরা মনে করেন। ওই সমস্ত বাগানের দুঃস্থ শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়াতে তারা ইতিমধ্যেই ছুটির দিনে দল বেঁধে সেখানে গিয়ে নিখরচায় চিকিৎসা পরিষেবা দিতে উদ্যোগী হন। রবিবার তারা ডুয়ার্সের আলিপুরদুয়ারে রহিমাবাদ চা বাগানে স্বাস্থ্য শিবির করেন।
আগের দিন তারা শিবির করেন হান্টাপাড়া চা বাগানে। অন্যান্য চা বাগানগুলিতেও তাঁরা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শিবির করতে চান বলে জানিয়েছেন। এ দিন ৮ জন চিকিৎসকের দলটি সকাল থেকেই চা বাগানে স্বাস্ত্য শিবির করেন। বাগানের দুঃস্থ শ্রমিক পরিবারের শতাধিক বাসিন্দা সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান।
এ দিন চিকিৎসক দলটির নেতৃত্বে থাকা অর্চক রায় বলেন, ‘‘বাগানের হাসপাতালগুলি কাজ করছে না। শ্রমিক বা তাঁদের পরিবারের কেউ অসুস্থ হয়ে বাগানের হাসপাতালে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। স্থানীয় হাসপাতালগুলি বাগান থেকে কিছুটা দূরে হওয়ায় সেখানে রোগী নিয়ে যেতে যাতাযাতের খরচ জোগাতে পারছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বাগানগুলিতে নিখরচায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আমাদের চিকিৎসকদের একটি দল উদ্যোগী।’’ আগামীতে অন্য বাগানেও পরিষেবা পৌঁছে দিতে সচেষ্ট হবেন বলে জানান।