ফেব্রুয়ারি শেষের মুখে জানুয়ারি মাসের ৭১ শতাংশ বেতন হাতে পেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) কর্মীরা। সংস্থা সূত্রের খবর, মন্ত্রী থেকে আমলা, অর্থ দফতরের বিভিন্ন মহলে তদ্বিরের পরে অবশেষে মাইনে মিলেছে। গত সপ্তাহে বিশেষ ভরতুকি হিসাবে ৫ কোটি ২০ লক্ষ টাকা দেয় রাজ্যের অর্থ দফতর। যদিও তা থেকে কর্মীদের জানুয়ারি মাসের মূল বেতনের মাত্র সিংহভাগ মেটানোই সম্ভব হয়েছে নিগম কর্তৃপক্ষের। চার দিন পরেই মার্চ মাস। সেখানে ফেব্রুয়ারির বেতন কবে মিলবে তা নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে সংস্থার কর্মী মহলে।
তাঁদের অভিযোগ, চেয়ারম্যান থেকে অফিসার কারও কাছেই এর জবাব মিলছে না। কীভাবে ফেব্রুয়ারি এবং মার্চ, এই দুই মাসের বেতন মেটানো হবে তা নিয়ে নানা হিসাব নিকেশ শুরু হয়েছে। চলতি আথির্ক বছরে আর সরকার ভুর্তকি দেবে কী না সেই সংশয়ও দেখা দিয়েছে। চলতি বছরের আর্থিক বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় গত ডিসেম্বর মাসের পর থেকেই নিগমের বেতন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও দীর্ঘদিন ধরেই কর্মী এবং অফিসারেরা সংস্থার বেহাল আর্থিক দশার জেরে মোট বেতনের ৭৪-৭৫ শতাংশ বেতন পেয়ে থাকেন। এবার পেলেন ৭১ শতাংশ। ডিপো প্রতি আয় থেকে বকেয়া মেটানো হলেও শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশন মিলিয়ে বকেয়ার পরিমাণ প্রায় ৩২ কোটি টাকার মত দাঁড়িয়েছে।
এদিন এনবিএসটিসি’র চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “জানুয়ারি বেতন প্রায় মেটানো গিয়েছে। অর্থ দফতরের বিভিন্ন মহলে কথা হয়েছে। কিছু টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আমরাও আয় প্রতিমাসে বাড়ানোর চেষ্টা করছি।” আগামী দুই মাসের বেতন প্রসঙ্গে চেয়ারম্যান গৌতমবাবুর বক্তব্য, “দেখা যাক কী করা যায়! তবে কর্মীদের আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”