মুখ্যমন্ত্রী আসতে পারেন ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে হলদিবাড়িতে। চলতি সপ্তাহের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিবাড়িতে আসতে পারেন বলে প্রশাসন সূত্রের খবর। নবান্ন থেকে এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো না হলেও, ‘ভিভিআইপি’ যেতে পারেন বলে কোচবিহার জেলা প্রশাসনকে জানিয়ে রাখা হয়েছে। তার পরেই শুরু হয়েছে রাস্তা সংস্কার সহ অন্য প্রস্তুতি। হলদিবাড়ির সঙ্গে মেখলিগঞ্জের সরাসরি যোগাযোগের জন্য তিস্তা নদীতে সেতুর শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। হলদিবাড়ি লাগোয়া বেলতলি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত সেতুটি তৈরি হবে বলে জানা গিয়েছে। সেতুর শিলান্যাস করার পরে কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে জেলা স্তরে পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে।
সফরের চূড়ান্ত নির্দেশিকা জেলায় না এলেও, পুলিশের তরফে মুখ্যমন্ত্রীর আসা যাওয়ার ‘রুট’ ঠিক করা হয়েছে। পূর্ত দফতর থেকে রাস্তা সংস্কারের কাজও শুরু হয়েছে। রাস্তার উপরে চলে আসা গাছের ডাল ছাঁটার কাজও চলছে। মহকুমা প্রশাসনের তরফে প্রশাসনিক সভার স্থান বাছাই শুরু হয়েছে।
বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। গত সোমবার পুলিশের তরফে বিভিন্ন রাস্তার মাপজোক করা হয়েছে। পূর্ত দফতর ইতিমধ্যে জলপাইগুড়ি হলদিবাড়ি সড়ক সংস্কারের কাজ শুরু করেছে। ইতিমধ্যে বেরুবাড়ির কাছে সিপাইপাড়া পর্যন্ত রাস্তার মধ্যে সমস্ত খানাখন্দ বুজিয়ে দেওয়া হয়েছে।