Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিল সংস্কারে দুর্নীতির নালিশ হরিশ্চন্দ্রপুরে

১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হল মালদহের হরিশ্চন্দ্রপুর। বিডিওর কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে সোমবার তাঁর দফতরের সামনেই এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ফরওয়ার্ড ব্লকের উপপ্রধানের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৯:৪২
Share: Save:

১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হল মালদহের হরিশ্চন্দ্রপুর। বিডিওর কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে সোমবার তাঁর দফতরের সামনেই এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ফরওয়ার্ড ব্লকের উপপ্রধানের বিরুদ্ধে। মঙ্গলবার প়ঞ্চায়েতের কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে ওই উপপ্রধান আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

মালদহের হরিশ্চন্দ্রপুর-২ বিডিও অফিসের সামনে সোমবার সন্ধ্যায় ওই তৃণমূল নেতাকে মারধর করে যাবতীয় নথিপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার পর তাকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল নেতা মালিওর-২ অঞ্চল কমিটির সভাপতি। রাতে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানোর পর তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতাকে মারধরের কথা অবশ্য অস্বীকার করেছেন উপপ্রধান গোকুল মহালদার।

জানা গিয়েছে, প্রায় কোটি টাকা বরাদ্দে যে বিল সংস্কার ঘিরে ওই তৃণমূল নেতা অভিযোগ জানাতে গিয়েছিলেন তা ঘিরে আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ ওঠায় এ দিন ওই কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও কৃষ্ণচন্দ্র দাস বলেন, ‘‘যা হওয়ার তা বাইরে হয়েছে। অভিযোগ জানানোয় তাঁকে মারধর করা হয়েছে বলে ওই তৃণমূল নেতা আমার কাছেও অভিযোগ জানিয়েছেন।’’ বিডিও জানান, বারবার অভিযোগ উঠছে, তাই বিষয়টি জেলাশাসককে জানানো হয়। জেলাশাসক নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে ওই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আক্রান্ত হন উপপ্রধান গোকুলবাবু। তাঁর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের উপর। তাঁকেও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চাঁচলের এসডিপিও রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালালেও তাদের পাওয়া যায়নি।’’

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের তালসুরে ২০ বিঘার সিংহিয়া ডুমুরিয়া বিলটি এলাকায় মিটনা বিল নামে পরিচিত। সরকারি ওই বিল সংস্কারের জন্য সম্প্রতি ১০০ দিনের প্রকল্পে ৭৬ লক্ষ টাকা বরাদ্দ হয়। ওই গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বাম বোর্ড। প্রধান সিপিএমের ও উপপ্রধান ফরওয়ার্ড ব্লকের। বিলটি উপপ্রধানের বুথে হওয়ায় তাঁর তদারকিতেই সংস্কারের কাজ চলছিল। শ্রমিকদের কাজ না দিয়ে রাতের অন্ধকারে জেসিবি মেশিন ব্যবহার করে ওই বিল সংস্কারের কাজ করা হচ্ছিল বলে এর আগেই অভিযোগ তুলেছিল কংগ্রেস। প্রকল্পের টাকা আত্মসাৎ করতে মেশিন দিয়ে মাটি কেটে তা শ্রমিকদের দিয়ে কাটা হচ্ছে বলে দেখানোরও অভিযোগ ওঠে।

প্রশাসন সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগ ওঠায় কয়েকদিন আগে প্রশাসনের তরফে কাজ বন্ধ রাখতে বলা হলেও কাজ চালানো হচ্ছিল। তথ্য জানার অধিকার আইনে নথিপত্র জোগাড় করার পর সোমবার সন্ধ্যায় বিডিওর কাছে অভিযোগ জানাতে যান মালিওর-২ অঞ্চল তৃণমূল কমিটির সভাপতি মহম্মদ আলাউদ্দিন। সেখানেই উপপ্রধান দলবল নিয়ে তার উপরে চড়াও হন বলে অভিযোগ।

বিল সংস্কার ঘিরে দুর্নীতির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান জ্যোত্স্না খাতুন। তিনি বলেন, ‘‘একেবারেই ভিত্তিহীন অভিযোগ। বারবার অযথা কেন দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে সেটা আমাদের কাছেও পরিষ্কার নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

harishchandrapur Reform Bill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE