Advertisement
০২ মে ২০২৪
TMC

কোচবিহারে ‘আক্রান্ত’ বিজেপি বিধায়ক, ‘মিথ্যা অভিযোগ’, বলছে তৃণমূল

নিখিলের অভিযোগ নিয়ে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র চাপানউতর। এ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়নি বিজেপি।

বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।

বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১১:৩৬
Share: Save:

নিজের নির্বাচনী কেন্দ্রে জীবাণুমুক্ত করার কাজ করতে গিয়ে তৃণমূলের হাতে ‘আক্রান্ত’ হওয়ার অভিযোগ তুললেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। যদিও, সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূল শিবিরের দাবি, নিখিল ‘মিথ্যা অভিযোগ’ করছেন।

বিজেপি-র অভিযোগ, রবিবার সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকার বাজারে জীবাণুমুক্ত করার উদ্যোগ নেন নিখিল। তাঁর অভিযোগ, ‘‘আজ আমরা এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করার পর থেকেই তৃণমূলের দফতরে জমায়েত হতে শুরু করে। কিছুটা পরে তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কাজে বাধা দেন এবং জীবাণুমুক্ত করার কাজ আটকে দেন। আমরা অন্যত্র চলে যেতে শুরু করলে তাঁরা আমাদের পিছু ধাওয়া করেন। আমাদের লক্ষ্য করে ইটপাথর ছোড়া হয়। সে সময় আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী বন্দুক উঁচিয়ে আমাকে বার করে নিয়ে আসেন।’’

নিখিলের অভিযোগ অস্বীকার করে কোচবিহারের তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, ‘‘ঘুঘুমারি ব্যবসায়ী সমিতির কিছু দোকানদার সকালেই জীবাণুমুক্ত করার কাজ করেছিল। তার পর বিজেপি সমর্থকরা ফের সেই কাজ করতে গেলে আপত্তি করা হয়। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। দলের কোনও কর্মীই তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেননি। ইট, পাটকেলও ছোড়া হয়নি। পুরোটাই মিথ্যা অভিযোগ।’’ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেও, রবিবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেনি বিজেপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE