Advertisement
১৯ মে ২০২৪
CBI

CBI: কোচবিহারে সিবিআই, মৃত বিজেপিকর্মীর পরিবারের সঙ্গে কথা তদন্তকারীদের

গত ২৫ এপ্রিল শীতলকুচি বিধানসভা কেন্দ্রের চানঘাট এলাকায় এক বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ২২:০৪
Share: Save:

ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের চারঘাট এলাকায় গেল সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল। গত ২৫ এপ্রিল শীতলকুচির চানঘাট এলাকায় এক বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্ত করতে সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল সোমবার ধীরেন্দ্রনাথ বর্মণের মৃতদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাস্থলে গিয়ে ধীরেন্দ্রনাথের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। ধীরেন্দ্রনাথের মেয়ে পল্লবী বর্মণ বলেন, ‘‘এর আগে যখন মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল এসেছিল, তখন আমরা সুবিচার চেয়ে সিবিআই তদন্তের দাবি করেছিলাম। সিবিআই এসেছে ঘটনার তদন্ত করতে। তদন্তকারীরা আমাদের সঙ্গে কথা বলেছেন। সমস্ত ঘটনা তাঁদের জানানো হয়েছে। আমরা আশাবাদী ঘটনার সঠিক তদন্ত হবে এবং আমরা সুবিচার পাব।’’

এ বিষয়ে সিবিআইয়ের তরফে কোনও মন্তব্য না করা হলেও স্থানীয় বিধায়ক বরেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘‘ভোট-পরবর্তী হিংসায় আমাদের বহু বিজেপি কর্মী খুন হয়েছেন। সিবিআইয়ের প্রতিনিধি দল প্রত্যেকটি এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে। সকলের সঙ্গে কথা বলছে। আমরা আশা করি নিরপেক্ষ তদন্ত হবে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE