ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল যুব তৃণমূলের এক নেতা সহ ৫ দলীয় সমর্থকের। রবিবার রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা সেতু এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, জলপাইগুড়িগামী একটি এসইউভি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে চালক সহ ৮ জন ছিলেন। দুর্ঘটনার পরে তাঁদের সকলকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতেরা সকলেই হলদিবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলেই যুব তৃণমূলের সমর্থক। এ দিন সকালে দলীয় একটি সভায় যোগ দিতে গাড়ি ভাড়া করে তাঁরা কোচবিহারে গিয়েছিলেন। ফেরার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে মজিবুল হক (৩২) গাড়ির চালক। স্বদেশ রায় (৩৮) যুব তৃণমূলের হলদিবা়ড়ির নেতা। এ ছাড়া রয়েছেন সুশান্ত নন্দী (৩৪), পবিত্র রায় (৩৩), ভূদেব রায় (৩২)। দুর্ঘটনায় আরও চার জন জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত ও জখমরা প্রত্যেকেই হলদিবাড়ি এলাকার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, ‘‘সব মিলিয়ে ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতাল থেকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।’’