Advertisement
২৪ এপ্রিল ২০২৪
আশঙ্কার মেঘ জলপাইগুড়িতে

টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তা নদীতে, হলুদ সঙ্কেত

একটানা বৃষ্টির জেরে জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন বিভিন্ন এলাকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ জলবন্দী শতাধিক পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রশাসনের তরফে ত্রাণ বিলি শুরু হয়েছে৷

যতদূর চোখ যায় শুধু জল। তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির দোমহনির বর্মনপাড়া। ছবি: সন্দীপ পাল।

যতদূর চোখ যায় শুধু জল। তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির দোমহনির বর্মনপাড়া। ছবি: সন্দীপ পাল।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০২:৩৩
Share: Save:

একটানা বৃষ্টির জেরে জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন বিভিন্ন এলাকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ জলবন্দী শতাধিক পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রশাসনের তরফে ত্রাণ বিলি শুরু হয়েছে৷

সেচ দপ্তর সূত্রের খবর, জলপাইগুড়িতে তিস্তা ও জলঢাকা নদীর জল এই মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে বইছে৷ এ দিন দুপুরে দোমহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয় ৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে সংরক্ষিত এলাকায়৷ জলঢাকা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রশাসন সূত্রের খবর, এ দিন গজলডোবায় তিস্তা ব্যারাজ থেকে প্রায় তিন হাজার কিউসেক জল ছাড়া হয় ৷

এদিনও বৃষ্টি অব্যাহত ছিল জলপাইগুড়িতে৷ সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে প্রায় ৬৭ মিলিমিটার ৷ ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এবং দোমহনির পরিস্থিতি এ দিন আরও খারাপ হয়েছে৷ ওই সব জায়গা থেকে প্রায় দেড়শো পরিবার উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে ৷ বেশ কিছু পরিবার আবার আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে৷ প্রশাসন সূত্রের খবর, এই নিয়ে গত কয়েকদিনে ময়নাগুড়ি এলাকার প্রায় সাড়ে পাঁচশ পরিবারকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হল৷ ময়নাগুড়ি ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন, সব পরিবারকে ত্রাণ দেওয়ার কাজ চলছে৷

এ দিকে জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, পরিস্থিতির ওপর চব্বিশ ঘন্টাই নজর রাখা হচ্ছে৷ যথেষ্ট পরিমাণ ত্রাণের পাশাপাশি উদ্ধারকারী দলও তৈরি রয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

teesta flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE