প্রতিমার সৌন্দর্য দেখতে মণ্ডপে ঢল নেমেছে দর্শনার্থীদের। আলোকসজ্জাও তাক লাগিয়েছে সবাইকে। কিন্তু নজরদারিতে ধরা পড়ল মণ্ডপে অথবা আশেপাশে দেদার ধূমপান হয়েছে। তাতেই কিন্তু হাতছাড়া হতে পারে সেরা পুজোর পুরস্কার। এবারের পুজোয় প্রকাশ্যে ধূমপান রুখতে এতটাই কড়াকড়ি চলবে শিলিগুড়িতে।
বৃহস্পতিবার দার্জিলিঙের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, শিলিগুড়ির সব পুজো মণ্ডপকে ‘পাবলিক প্লেস’ ঘোষণা করে ধূমপান নিষিদ্ধ এলাকা বলে চিহ্নিত করা হবে। কোনও পুজো উদ্যোক্তা মণ্ডপ এবং আশেপাশের এলাকায় ধূমপান রুখে দিতে পারলে সরকারি পুরস্কারের ক্ষেত্রে বিচার প্রক্রিয়ায় অতিরিক্ত নম্বর পাবে। উল্টে যে পুজো মণ্ডপে ধূমপান চলবে তাদের নম্বর কাটা যাবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত এ বিষয়ে লিখিত নির্দেশিকা প্রকাশ
করা হবে।
গত ১৫ অগস্ট থেকে দার্জিলিং জেলায় ‘পাবলিক প্লেসে’ ধূমপান নিষিদ্ধ হয়েছে। পাহাড়-সমতল দু’জায়গাতেই অভিযান-প্রচার চলছে। ‘পাবলিক প্লেসে’র সংজ্ঞা অনুযায়ী পুজো মণ্ডপগুলি এর আওতায় না পড়লেও, জেলা প্রশাসন বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে। ওই নির্দেশিকায় পুজো মণ্ডপগুলিকে ‘ধূমপান মুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু কী ভাবে চলবে নজরদারি?