Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শিশুশ্রম রুখতে অস্ত্র রং-পেন্সিল

কমলা রঙের গাছ এঁকেছে গোপাল। আকাশ রঙের মাঠ। বছর কয়েক আগে বাড়ি থেকে পালিয়ে চলে আসে সে। তারপর থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মই ওর ঠিকানা। রাজকুমার গোটা ড্রইং শিট জুড়ে জাতীয় পতাকা এঁকেছে। রাজকুমারের দাবি, ছবি আঁকার কথা মনে এলেই জাতীয় পতাকা ছাড়া অন্য কিছু আঁকতে পারে না। আকাশ, মাটি দুই কালো রঙের এঁকেছে মিঠুন। বাড়িতে বকা খেয়ে পালিয়ে এসেছিল সে।

এনজেপি স্টেশনে বসে আঁকো প্রতিযোগিতা। শুক্রবার শিশুশ্রম বিরোধী দিবসে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

এনজেপি স্টেশনে বসে আঁকো প্রতিযোগিতা। শুক্রবার শিশুশ্রম বিরোধী দিবসে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০২:২৩
Share: Save:

কমলা রঙের গাছ এঁকেছে গোপাল। আকাশ রঙের মাঠ। বছর কয়েক আগে বাড়ি থেকে পালিয়ে চলে আসে সে। তারপর থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মই ওর ঠিকানা। রাজকুমার গোটা ড্রইং শিট জুড়ে জাতীয় পতাকা এঁকেছে। রাজকুমারের দাবি, ছবি আঁকার কথা মনে এলেই জাতীয় পতাকা ছাড়া অন্য কিছু আঁকতে পারে না। আকাশ, মাটি দুই কালো রঙের এঁকেছে মিঠুন। বাড়িতে বকা খেয়ে পালিয়ে এসেছিল সে।

শিশু শ্রমিকের প্রতীকী বিরোধিতায় অনাথ, ভবঘুরে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। শুক্রবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিযোগিতাটির আয়োজন করে। প্ল্যাটফর্মে থাকা শিশু-কিশোরদের জন্যই ছিল এ দিনের উদ্যোগ। সেখানেই যোগ দিয়েছিল গোপাল, রাজকুমার, মিঠুনের মতো ২০ জন প্রতিযোগী। সংগঠনের মুখপাত্র তাপস কর্মকার বলেন, ‘‘এই শিশুদের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ওদের জীবনে যাতে আরও বেশি করে রং মিশতে পারে সে কারণে প্রতিযোগিতার আয়োজন।’’ এ দিন স্টেশন চত্বরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে শিশুশ্রম বিরোধী সচেতনতা প্রচারও চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE