Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চালু এসি বাস, ভাড়া কমানোর দাবি যাত্রীদের

রায়গঞ্জ-বালুরঘাট রুটে সরকারি বাতানুকূল বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। সোমবার সকালে নিগমের রায়গঞ্জ ডিপো চত্বরে সবুজ পতাকা উড়িয়ে ওই বাসের যাত্রার সূচনা করেন নিগমের অন্যতম বোর্ড ডিরেক্টর তিলক চৌধুরী ও রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা।

উদ্বোধন হল বাতানুকূল বাসের। —নিজস্ব চিত্র।

উদ্বোধন হল বাতানুকূল বাসের। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০১:৪৮
Share: Save:

রায়গঞ্জ-বালুরঘাট রুটে সরকারি বাতানুকূল বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। সোমবার সকালে নিগমের রায়গঞ্জ ডিপো চত্বরে সবুজ পতাকা উড়িয়ে ওই বাসের যাত্রার সূচনা করেন নিগমের অন্যতম বোর্ড ডিরেক্টর তিলক চৌধুরী ও রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা। সুবীরবাবুর দাবি, রাজ্য সরকার বাতানুকূল বাসের প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা ৬০ পয়সা নির্ধারিত করেছে। কিন্তু যাত্রীদের স্বার্থে রায়গঞ্জ-বালুরঘাট বাতানুকুল বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ২৫ পয়সার কিছু বেশি নির্ধারিত করা হয়েছে। কিন্তু যাত্রীদের তরফে ভাড়া কমানোর দাবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। নিগমের সিপিএম প্রভাবিত এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ জানান, তাঁরা ভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামবেন। একই দাবি জানিয়েছে কংগ্রেস প্রভাবিত ওয়ার্কারস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব বসাকও। রায়গঞ্জ ডিপো থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা ওই বাস ছেড়ে বেলা ১১টায় সেটি বালুরঘাট পৌঁছবে। এর পর ওই বাসটি ফের বালুরঘাট থেকে দুপুর সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৬টায় রায়গঞ্জে পৌঁছবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

state news ac bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE