কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল হলদিবাড়ি শহরের একটি অংশ। বিপর্যস্ত হয়ে পড়েছে তিনটি গ্রামও। সোমবার রাত দুটো নাগাদ ঝড় ওঠে। শহরের অসংখ্য বাড়ি, দোকান, গুদাম ক্ষতিগ্রস্ত হয়। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির এলাকার তিনটি গ্রামেও প্রচুর বাড়িঘর ভেঙেছে। অসংখ্য গাছ পড়েছে। তবে ঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হলদিবাড়ি পুরসভা সুত্রে জানা যায় যে, হলদিবাড়ি শহরে ঝড়ে হলদিবাড়ি শহরের ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়। পুরসভার চেয়ারম্যান তরুণ দত্ত বলেন, “৩০০টি বাড়ি, বেশ কিছু দোকান, গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মধ্যে ২০০টি গাছ পড়েছে।” ঝড়ের দাপটে হলদিবাড়ি হাইস্কুলের ভিতরে দোতলা ভবনের উপর গাছ পড়েছে। হাইস্কুল লাগোয়া পুরোন প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গিয়ে গাছে আটকে যায়। বিডিও অফিসের সমাজভিত্তিক বনসৃজন প্রকল্পের গাছগুলিও পড়ে গিয়েছে। পঞ্চায়েত এলাকার মধ্যে হেমকুমারী, জ্ঞানদাস এবং জঙ্গলবস গ্রামেও ব্যাপক ক্ষতি হয়। হলদিবাড়ি ব্লক প্রশাসন সুত্রে জানা যায় অন্তত ১০০টি বাড়ি ভেঙেছে। ২০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ন’শো গাছ পড়েছে। হলদিবাড়ির বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ত্রিপল পাঠানো হয়েছে।”
দোকানের উপরে ভেঙে পড়েছে গাছ। হলদিবাড়িতে ছবিটি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।