Advertisement
২৫ এপ্রিল ২০২৪
TMC

গঙ্গারামপুরে সংঘর্ষে মৃত তৃণমূল নেতা, গুলিবিদ্ধ ১, উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গঙ্গারামপুরের শুকদেবপুরে জমি নিয়ে বিবাদ বাধে দুই দলের। মারপিটও বেধে যায় দু’পক্ষের।

হাসপাতালে গুলিবিদ্ধ তৃণণূল কর্মী।

হাসপাতালে গুলিবিদ্ধ তৃণণূল কর্মী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গঙ্গারামপুর শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৮:০৪
Share: Save:

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের মাঝে পড়ে দলীয় এক নেতার মৃত্যু এবং এক কর্মীর গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে দু’পক্ষের মারপিট বাধে। তার মধ্যে পড়ে ধাক্কাধাক্কিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক নেতার। মাথায় গুলি লাগে অন্য এক কর্মীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গঙ্গারামপুরের শুকদেবপুরে জমি নিয়ে বিবাদ বাধে দুই দলের। মারপিটও বেধে যায় দু’পক্ষের। তার মাঝে পড়ে যান গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার। বুকে আঘাত পান তিনি। চিকিৎসার জন্য তাঁকে তড়িঘড়ি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা। ওই সংঘর্ষে গুলি ও বোমাবাজি হয় বলেও অভিযোগ। মাথায় গুলি লাগে সঞ্জিত সরকার নামে এক তৃণমূল কর্মীর। তাকে চিকিৎসার জন্য মালদহ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালে দুলু রায় নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ওঁকে (সঞ্জিত) গুলি করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। মাথায় গুলি করা হয়েছে।’’

গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠতেই সতর্ক জোড়াফুল শিবিরের স্থানীয় নেতারা। কালীপদের মৃত্যু তৃণমূল নেতা বিপ্লব মিত্রের মত, ‘‘উনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এটা আমাদের কাছে বিরাট আঘাত। এর সঙ্গে মারপিটের কোনও সম্পর্ক নেই। উনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসা চলছিল।’’

আরও পড়ুন:

মঙ্গলবার উত্তর দিনাজপুর সফরে যান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সব শুনে তাঁর প্রতিক্রিয়া, ‘‘এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা বিজেপি-র চক্রান্ত। পুলিশ এবং দলের তরফে সবিস্তার রিপোর্ট পেলে জানাব কী ভাবে ঘটনা ঘটেছে।’’ মন্ত্রীর অভিযোগ শুনে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি-র সহ-সভাপতি বিদ্যুৎ দাস লাহা পাল্টা বলেন, ‘‘জমি সংক্রান্ত বিবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনা থেকেই তার প্রমাণ মিলছে।’’

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক জন গুলিবিদ্ধ হয়েছেন। আর এক জন সংঘর্ষ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র এবং কিছু বোমাও উদ্ধার হয়েছে।’’

সংঘর্ষের পর থমথমে শুকদেবপুর। এলাকায় নামানো হয়েছে পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC gangarampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE