এক বন্দির অস্বাভাবিক মৃত্যু হল শিলিগুড়ি সংশোধনাগারে। শনিবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে রোজকার মত বন্দিদের বের করে আনার সময় ঘটনাটি নজরে আসে কর্তব্যরত কারারক্ষীর বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘একজন বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শুনেছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম তোসার তিরকে (৪১)। তার বাড়ি খড়িবাড়ির মাদাতি চা বাগান এলাকায়। সে খড়িবাড়ি থানার একটি খুনের মামলায় বিচারাধীন ছিল। পুলিশ ও সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিয়মমাফিক খাওয়াদাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন আর পাঁচটা বন্দির সঙ্গেই। সকালে সকলে উঠলেও সে না ওঠাতে তাকে ডাকতে গেলে তার সাড়া পাওয়া যায়নি। পরে চিকিৎসক গিয়ে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শিলিগুড়ি সংশোধনাগারের সুপার নবীন কুজুর ঘটনার কথা স্বীকার করলেও কোনও মন্তব্য করতে চাননি। তবে ময়নাতদন্তে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর বিরুদ্ধে। মৃতের বিরুদ্ধে খড়িবাড়ি থানায় গত ২০১৪ সালের ১৩ নভেম্বর একটি অপহরণ ও খুনের অভিযোগ দায়ের করে ওই এলাকারই জুমান ওঁরাও নামে এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গত জানুয়ারি ২০১৫-তে তদন্ত করে মামলায় চার্জশিট জমা করে পুলিশ। তার বিচার পর্ব শুরু হয়েছিল। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেহ তাঁদে্র হাতে তুলে দেওয়া হবে।