Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূলই ভোটার স্লিপ বিলি করছে, নালিশ কমিশনে

নির্বাচন কমিশনের নিয়ম মতো প্রশাসনের কর্মীদেরই বাড়ি বাড়ি ঘুরে ভোটার স্লিপ বিলি করার কথা। কিন্তু কোচবিহার জেলার সিতাই ১, ২ ও আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে প্রশাসনের কর্মীদের বাড়িতে বসিয়ে রেখে তৃণমূলকর্মীরাই ভোটার স্লিপ বিলি করছেন বলে অভিযোগ করেছে ফরওয়ার্ড ব্লক।

নমিতেশ ঘোষ
কোচবিহার শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০৩:০৮
Share: Save:

নির্বাচন কমিশনের নিয়ম মতো প্রশাসনের কর্মীদেরই বাড়ি বাড়ি ঘুরে ভোটার স্লিপ বিলি করার কথা। কিন্তু কোচবিহার জেলার সিতাই ১, ২ ও আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে প্রশাসনের কর্মীদের বাড়িতে বসিয়ে রেখে তৃণমূলকর্মীরাই ভোটার স্লিপ বিলি করছেন বলে অভিযোগ করেছে ফরওয়ার্ড ব্লক।

কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেছেন, “এ ভাবে ভোটার স্লিপ বিলির প্রমাণ মেলেনি। তবে দু’টি এলাকায় ভোটার স্লিপ বিলি করতে গিয়ে প্রশাসনের কর্মীরা নির্দিষ্ট একটি বাড়িতে কিছু বেশি সময় কাটিয়েছেন। কেন তাঁরা তা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।” তৃণমূল অবশ্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার লোকসভায় এ বার মোট ভোটার ১৬ লক্ষেরও বেশি। তাঁদের প্রত্যেকের জন্য সচিত্র ভোটার স্লিপ তৈরি করেছে নির্বাচন কমিশন। সেখানে ভোটদাতার ছবি, নাম ও ঠিকানা রয়েছে। সেই সঙ্গে কোন বুথে তিনি ভোট দেবেন তারও উল্লেখ রয়েছে। স্লিপে উল্লেখ করা হয়েছে ভোটার তালিকার ক্রমিক নম্বরেরও।

৬ এপ্রিল থেকে ওই স্লিপ বিলির কাজ শুরু হয়েছে। কোচবিহারের মোট ২৪৬৭টি বুথ প্রতি এক জন করে ব্লক স্তরের অফিসার ওই স্লিপ বিলির দায়িত্বে রয়েছেন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়ার কাজ করছেন মূলত প্রাথমিক শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী ও পার্শ্বশিক্ষকেরা।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে তৃণমূলের নেতা-কর্মীরাই কমিশনের স্লিপ বিলি করছেন।

কোচবিহার কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক রায় বলেন, “ব্লক স্তরের অফিসারদের বসিয়ে রাখা হচ্ছে কোনও বাড়িতে। তার পর সিতাইয়ের বাজিরচাত্রা, কায়েতেরবাড়ি, পূর্ব ভাড়ালির মতো একাধিক এলাকার তৃণমূল নেতারাই ভোটার স্লিপ বিলি করছেন। তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত স্তরের এক জনপ্রতিনিধির বাড়ি থেকেও ওই স্লিপ বিলি করা হয়েছে।”

তিনি জানিয়েছেন, মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে লিখিত ভাবে অভিযোগ করেছেন। জেলাশাসক বলেন, “ভোটার স্লিপ বিলি করার সময়ে ব্লক স্তরের অফিসারেরা যাতে ভবিষ্যতে কোনও একটি বাড়িতে দেরি না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।”

তবে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সমস্ত অভিযোগ ভিত্তিহীন। প্রচারে সাড়া না পেয়ে পরাজয় নিশ্চিত বুঝেই অপপ্রচার হচ্ছে। মানুষ ব্যালটেই এই মিথ্যাচারের জবাব দেবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE