শোভন চট্টোপাধ্যায়ের আর কোনও আক্রমণের জবাব প্রকাশ্যে দিতে চান না স্ত্রী রত্না। তাঁর বিরুদ্ধে শোভনের আনা যাবতীয় অভিযোগের জবাব দিতে চান আদালতেই। রবিবার আনন্দবাজার অনলাইন-কে এমনটাই জানালেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত বিজয়া দশমীর সন্ধ্যায়। ওইদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর দেন শোভন চট্টোপাধ্যায়। আর এমন ঘটনায় শোভন-বৈশাখীর ওপর বেজায় চটে যায় শোভনের পরিবার। রত্না বলেছিলেন, ‘‘হিন্দু বিবাহ আইন অনুযায়ী আমি এখনও শোভনের স্ত্রী। তাই ও অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না।’’ এরপরেই রত্না যোগ করেন, ‘‘স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ অন্য কোনও স্ত্রীলোকের সঙ্গে থাকে, তা হলে ওই স্ত্রীলোককে সমাজ ‘রক্ষিতা’ বলে। রক্ষিতাকে সিঁদুর পরালেই সে স্ত্রী হয়ে যায় না।’’