Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের অঙ্গদানের নজির কলকাতায়

বুধবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মৃত্যু হয় দেবলীনা ঘোষের(২৬)। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দেবলীনার পরিবারের ইচ্ছানুসারে তাঁর হৃদ্‌যন্ত্র, চক্ষু প্রতিস্থাপনের জন্য  কলকাতার দুটি পৃথক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০৩:৩০
Share: Save:

ফের অঙ্গদানের নজির কলকাতায়। বুধবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মৃত্যু হয় দেবলীনা ঘোষের(২৬)। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দেবলীনার পরিবারের ইচ্ছানুসারে তাঁর হৃদ্‌যন্ত্র, চক্ষু প্রতিস্থাপনের জন্য কলকাতার দুটি পৃথক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কিডনি এবং যকৃত পাঠানো হবে এসএসকেএম হাসপাতালে।

হাসপাতাল সূত্রের খবর, সোনারপুরের দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা দেবলীনাকে ৪ নভেম্বর সংজ্ঞাহীন অবস্থায় আমরিতে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় মস্তিষ্কের জটিল রোগ ধরা পড়ে। বুধবার রাত সাড়ে ৬টা নাগাদ সরকারিভাবে ব্রেন ডেথ ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রের খবর, আড়াই বছর বয়স থেকেই তাঁর সমস্যা বাড়ছিল। সেই সূত্র ধরেই ওই জটিল রোগের শিকার হন দেবলীনা।

তাঁর বাবা বরুণ ঘোষ সংবাদমাধ্যমকে জানান, আড়াই মাস বয়স থেকেই নার্ভে জল জমে গিয়েছিল। অস্ত্রোপচার হয়। সম্প্রতি অসুস্থতা বাড়ে। হাসপাতালের এক কর্তা রূপম বড়ুয়া জানান, দেবলীনার পরিবার অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া শুরু করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Medical Organ Transplant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE