Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সুপারের বদলির দাবি ফের

বিতর্কে থাকা রাইপুরের প্রীতিলতা ওয়াদ্দেদার কেন্দ্রীয় ছাত্রী আবাসের সুপারকে অবিলম্বে বদলির দাবিতে ফের সরব হল আদিবাসী বিকাশ পরিষদ। এই দাবিতে শুক্রবার বারিকুল থানার চামটাবাদ মোড়ে, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন এই আদিবাসী সংগঠনের সদস্যেরা।

নিজস্ব সংবাদদাতা
রাইপুর শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৮
Share: Save:

বিতর্কে থাকা রাইপুরের প্রীতিলতা ওয়াদ্দেদার কেন্দ্রীয় ছাত্রী আবাসের সুপারকে অবিলম্বে বদলির দাবিতে ফের সরব হল আদিবাসী বিকাশ পরিষদ। এই দাবিতে শুক্রবার বারিকুল থানার চামটাবাদ মোড়ে, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন এই আদিবাসী সংগঠনের সদস্যেরা।

এ দিন সকাল ৭টা থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে এই অবরোধ চলে। অবরোধের জেরে ব্যস্ত এই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বহু গাড়ি ঘুরপথে যাতায়াত করে। অবরোধস্থলে সকাল থেকেই বারিকুল থানার ওসি সলিল পাল পুলিশ বাহিনী নিয়ে ছিলেন। ওসি অবরোধকারীদের সঙ্গে কথা বলেও অবরোধ তুলতে ব্যর্থ হন। পরে খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ তনবীর হাসান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পরে অবরোধ ওঠে।

গত ২২ অগস্ট ওই কেন্দ্রীয় ছাত্রী আবাসের নানা অব্যবস্থা নিয়ে সুপারের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল পরিচালিত রাইপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশা মণ্ডল হেনস্থার শিকার হন বলে অভিযোগ। ছাত্রী আবাসের মধ্যে তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে হস্টেলের সুপার তাপসী দে-র বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন কর্মাধ্যক্ষ। পরে ওই কর্মাধ্যক্ষ এবং কলেজের দুই ছাত্রছাত্রী-সহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হস্টেল সুপার। খাতড়া আদালতে আত্মসমর্পণ করে হস্টেল সুপার জামিন পান। এরপরে রাইপুরের বিডিও দীপঙ্কর দাস এবং হস্টেল সুপার একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এখানেই শেষ হয়নি। এরপর ছাত্রীদের তরফে হস্টেলের এক ছাত্রী খাতড়া আদালতে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শান্তিনাথ মণ্ডল, রাইপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপি নেতা চিরঞ্জিত মাহাতো, রাইপুরের বিডিও দীপঙ্কর দাস-সহ পাঁচজনের নামে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনাকে ঘিরে শাসকদলের রাইপুরের দুই নেতা জগবন্ধু মাহাতো ও অনিল মাহাতোর বিরোধ প্রকাশ্যে এসে পড়ে। দলের এক গোষ্ঠী হস্টেল সুপার ও আবাসিকদের মদত দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে বলে অন্য গোষ্ঠী দাবি করে। ইতিমধ্যে হস্টেল নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করার দাবিতে আবাসিক ছাত্রীদের পাশাপাশি আদিবাসী সংগঠনও সরব হয়েছে। হস্টেল সুপারকে বদলির দাবি উঠেছে। এ দিনের অবরোধে সামিল আদিবাসী বিকাশ পরিষদের সম্পাদক মদনমোহন মাণ্ডি বলেন, “এর আগে হস্টেলে আমাদের প্রতিনিধি দল ঢুকতে গিয়ে বাধা পায়। সুপার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। হস্টেলের সুষ্ঠু পরিবেশ ফেরানোর জন্য এই সুপারের বদলি জরুরি।” তাই সংগঠনের তরফে এ দিন রাস্তা অবরোধ করা হয়।

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জেলার এক আধিকারিক জানিয়েছেন, রাইপুরের ওই হস্টেলের সুপারকে মালদহের ইংরেজবাজার কেন্দ্রীয় ছাত্রী আবাসে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ইংরেজবাজার কেন্দ্রীয় ছাত্রী আবাসের সুপার সোনা উপাধ্যায়কে রাইপুরের প্রীতিলতা ওয়াদ্দেদার হস্টেলের সুপার পদে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। শীঘ্রই এই বদলির নির্দেশ কার্যকরী হবে। এ ব্যাপারে হস্টেল সুপার এ দিন কোনও কথা বলতে চাননি। খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহ রায় বলেন, “অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা হয়েছে। তবে আগে থেকেই ব্যবস্থা নিয়ে যে সব গাড়ি ওই রাস্তায় যাচ্ছিল, তাদের ঘুরপথে পাঠানোর ব্যবস্থা করায় যানজট বিশেষ হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raipur super transfer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE