উর্দিধারী পুলিশ কর্মী গোলাপ হাতে হাসি হাসি মুখে এগিয়ে আসছেন। ইংরেজি নববর্ষের সকালে শহরের পথে এ দৃশ্য দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। হলটা কী?
চকবাজারে রাস্তার ধারে স্কুটি রেখে দোকানে ঢুকতে যাচ্ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রতীক্ষা সাও। এক পুলিশ কর্মী এ গিয়ে এসে তাঁকে গোলাপ ধরালেন। তারপর হাসিমুখে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করলেন। প্রতীক্ষার মতোই এক মহিলা পুলিশ কর্মীরা হাতে থেকে গোলাপ পাওয়ার সময় চমকে গিয়েছিল আরও দুই স্কুল ছাত্রী স্মৃতি সেন ও নিভা পাঠক। সঙ্গে চকোলেট। একই রকম চমকে যান ফলের পসরা সাজিয়ে বসে থাকা পুরুলিয়া মফস্সল থানার টাটাড়ি গ্রামের শেখ রফিকও। পরে যখন তিনি শুনলেন খোদ জেলার পুলিশ সুপার তাঁকে নিজের হাতে গোলাপ দিয়ে গেলেন, তখন রফিকের মুখ হাঁ!
বৃহস্পতিবার সকালে ঠিক এ ভাবেই পুলিশ কর্তাদের আম জনতাকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে পথে নামতে দেখল পুরুলিয়া। শহরের ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে হাসপাতাল মোড়, পোস্ট অফিস মোড়, কাপড়গলি মোড়, হাটের মোড়, মানভূম ক্রীড়া সংস্থার ময়দানের পাশ দিয়ে পুরনো পুলিশ লাইন মোড় ঘুরে শহরের মেন রোড, চকবাজার কালী মন্দির হয়ে পুলিশ কর্তা ও কর্মীদের এই শুভেচ্ছা মিছিল শেষ হয় পুরুলিয়া সদর থানায়। ছিলেন পুলিশ সুপার নীনকান্ত সুধীর কুমার, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, দুই ডিএসপি কুন্তল বন্দ্যোপাধ্যায় ও দেন্দুপ শেরপা। সঙ্গে ছিলেন শহর লাগোয়া থানাগুলির ওসিরাও।