ব্যাঙ্কের মধ্যে রাখা অগ্নিনির্বাপক সিলিন্ডার নিয়ে ধাক্কাধাক্কি করতে গিয়ে সিলিন্ডারের ভাল্ব ফেটে জখম হলেন এক ব্যক্তি। সোমবার সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে সাদাইপুর থানা এলাকার একটি রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্কের শাখায়। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, শেখ বসির নামে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সদাইপুর থানা এলাকার দুবরাজপুরের পারুলিয়া পঞ্চায়েতে হাজারাপুর শাখাটিতে এ দিন ভিড় ছিল। অগ্নিনির্বাপক সিলিন্ডারটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ছিলেন পারুলিয়া পঞ্চায়েতেরই চতুর্থ শ্রেণির কর্মী শেখে বসির। সিসিটিভির ফুটেজে দেখা যায়, সিলিন্ডারটি দেওয়াল থকে খুলে নিয়ে ব্যাঙ্কের দরজার কাছে গিয়ে হাত দিয়ে ঘন ঘন আঘাত করছিলেন বসির। তখনই সিলিন্ডারের ভাল্ব বিকট শব্দে ফেটে ওঁর মুখের বাঁদিকে লাগে।
ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ব্যাঙ্কে উপস্থিত গ্রাহকরা। একটু পরে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পঞ্চায়েত কর্মী। শাখা প্রবন্ধক শীষ মহম্মদ বলেন, “কেন ওই কর্মী এমন করলেন বুঝতে পরছি না।” পুলিশ ঘটনার তদন্ত করছে।