হিড়বাঁধ ব্লকের মলিয়ান পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জন্য ডাকা তলবি সভা আপাতত স্থগিত রাখল প্রশাসন।
তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান সুলেখা টুডুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহারের অভিযোগ তুলে উপপ্রধান-সহ দলেরই ৮ জন পঞ্চায়েত সদস্য গত ২০ অক্টোবর বিডিও-র কাছে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। বৃহস্পতিবার প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জন্য তলবি সভা ডাকা হয়েছিল। প্রধান অনুপস্থিত থাকলেও উপপ্রধান-সহ দলের ৮ জন সদস্য এ দিন পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন। সভার জন্য মলিয়ানে ব্যাপক পুলিশি বন্দোবস্তও করা হয়। তারই মধ্যে বাঁকুড়ার জেলাশাসকের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করে এ দিন সভা স্থগিত ঘোষণা করা হয়।
বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী বলেন, “ওই পঞ্চায়েতে অনাস্থাকে ঘিরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মহকুমা পুলিশ প্রশাসনের তরফে আমার কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তার ভিত্তিতেই এ দিন ওই পঞ্চায়েতে তলবি সভা আপাতত স্থগিত রাখা হল। শীঘ্রই ওই সভা ডাকা হবে। বিডিও-র মাধ্যমে ওই পঞ্চায়েতের প্রধান-সহ সব সদস্যদের তা জানিয়ে দেওয়া হয়েছে।”