শিক্ষাঙ্গনে ঘেরাও-বিক্ষোভের রাজনীতি থেকে ছাত্র সংগঠনের নেতাদের দূরে থাকার নিদান দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর সেই পরামর্শ আদৌ মানা হচ্ছে না বাঁকুড়ার ইঁদপুরের শালডিহা কলেজে। এবং তা মানছে না শাসক দলেরই ছাত্র সংগঠন।
দিন কয়েক আগেই এই কলেজের টিচার-ইন-চার্জ মানিক দাসকে হুমকি, শাসানি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) এক ব্লক স্তরের নেতার বিরুদ্ধে। সোমবার ফের মানিকবাবু ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়লেন। কিছু পড়ুয়াকে কলেজে ভর্তি করানো এবং কয়েক জনকে ভর্তি ফি-তে ছাড় দেওয়ার দাবি এ দিন টিচার-ইন-চার্জের কাছে জানায় শালডিহা কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। এর পর টিচার-ইন-চার্জের সঙ্গে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ পন্ডার নেতৃত্বে এক প্রতিনিধিদল আলোচনায় বসে। মানিকবাবুকে এ ব্যাপারে লিখিত আশ্বাস দেওয়ার দাবি জানান ছাত্র সংসদের প্রতিনিধিরা।
কিন্তু, মানিকবাবু জানান, বিষয়টি তাঁর একার এক্তিয়ারভুক্ত নয়। বিষয়টি তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কলেজের পরিচালন কমিটিকে জানাবেন। এই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে এ দিন দুপুর সাড়ে ১২টা থেকে টিএমসিপি নেতা বিশ্বনাথের নেতৃত্বে ছাত্রছাত্রীদের একাংশ অফিস রুমের মধ্যেই টিচার-ইন-চার্জকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। দুপুর দু’টো নাগাদ বিক্ষোভ ওঠে।