দলীয় প্রার্থীর সমর্থনে দু’টি সভা হয়েছে। দু’টিতেই অনুপস্থিত প্রার্থী শতাব্দী রায়। উপস্থিত থাকলেও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে এক বারও প্রার্থীর নাম শোনা যায়নি। শুধু শোনা গেল লোকসভা ভোটে তৃণমূলকে জয়যুক্ত করুণ। প্রার্থীর নাম না নিয়ে বৃহস্পতিবার দু’টি সভা হয়েছে মুরারই থানার পাইকরে ও পলশা গ্রামে।
দু’টি সভাতেই প্রার্থী অনুপস্থিত কেন? ফোনে যোগাযোগ করা হলে শতাব্দী রায় বলেন, “আমি আমার মতো করে কর্মসূচি সাজিয়েছি। উনি ওঁর মতো করে করেছেন। তবে সব জায়গায় তো সবার পক্ষে যাওয়া সম্ভব নয়।” নাম না নেওয়া প্রসঙ্গে শতাব্দী বলেন, “কেষ্টদার সঙ্গে আমার সম্পর্ক ভাল। প্রচারে আমার নাম না নিলেও দলের কথা তো বলছেন। এতে বিতর্ক খোঁজার কিছু নেই।” তবে সম্পর্ক ভাল থাকার কথা বলেও বিরোধী শিবির কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “এটা যদি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব না হয় তো, আর কী!” অন্য দুই প্রার্থী সিপিএমের কামরে ইলাহি বলেন, “এটা ওদের ব্যাপার।” বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “কোথায় কে কী করেছে জানা নেই।”
কেন অনুপস্থিত?