তৃণমূল নেতা বিকাশ দত্ত ও তাঁর বাবাকে খুনের ঘটনার তদন্তে আরও একধাপ এগোলো পুলিশ। তাদের দাবি, আততায়ীদের রক্তমাখা পোশাক উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি জোড়া খুনে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিকাশবাবুর মোবাইলও।
পুলিশের দাবি, ইঁদপুরের হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি বিকাশবাবুকে খুন করার পর তাঁর মোবাইলটি হাতিয়ে নেয় আততায়ীরা। তার পর আলাদা আলাদা হয়ে চম্পট দেয়। আততায়ীদের মধ্যে অনেকেই খুনের ঘটনাস্থলের থেকে কয়েক কিলোমিটার দূরে রক্তমাখা পোশাক ফেলে দিয়েছিল। অনেকে আবার আত্মীয়ের বাড়িতে গিয়ে পোশাক বদলে ফেলেছিল। পোশাক বদলে আততায়ীদের একাংশ পাশের ব্লক ছাতনার কমলপুরে পুজো উপলক্ষে আয়োজিত ‘অর্কেস্ট্রা’ অনুষ্ঠান দেখতে গিয়েছিল বলেও ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। পুলিশের আরও দাবি, জেরায় তারা জেনেছে, আততায়ীদের কয়েক জন হাটগ্রামেই ছিল। আবার গ্রামের বাইরে গিয়েও গা ঢাকা দিয়েছিল কিছু জন।
শনিবার রাতে বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরের ধান জমিতে জল দিতে গিয়েছিলেন বিকাশবাবু। সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা মুকুন্দ দত্ত। তার পর আর বাড়ি ফেরেননি দু’জনে। ওই রাতেই পরিবারের লোকজন ধান জমির অদূরে শ্মশান সংলগ্ন একটি ডোবা থেকে বিকাশবাবু ও তাঁর বাবার গলার নলিকাটা দেহ দেখতে পান। জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পর্যন্ত মূল অভিযুক্ত, হাটগ্রামেরই বাসিন্দা বাপি প্রামাণিক-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “তদন্তের কাজ প্রায় শেষের মুখে। আরও কিছু লোক এই খুনের সঙ্গে জড়িত। তাদের খোঁজ চলছে।”