জাতীয় সড়কের তোলাবাজির ছবি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন এক চিত্র সাংবাদিক। রবিবার বিকালে রামপুরহাট থানার জয়রামপুর সেতুর ঘটনা।
পুলিশ জানিয়েছে, তোলাবাজদের মারে প্রীতম দাস নামে ওই যুবক রামপুরহাট হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর কাছ থেকে ক্যামেরাও ছিনিয়ে নেয় তোলাবাজরা। অভিযোগ, ঘটনার কথা কানে যেতেই রামপুরহাট বিধায়ক তথা শিক্ষা ও স্বাস্থ্য প্রতি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ওই তোলাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে বলেন। এবং আহত চিত্র সাংবাদিককে হাসপাতালে গিয়ে দেখেও আসেন।
পুলিশে অভিযোগও দায়ের করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের অন্য একজন প্রতিনিধি। এদিকে ঘটনার কথা বীরভূম জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “আমি জানি না কারা এই কান্ডের সঙ্গে যুক্ত তিনি বলেন যারাই যুক্ত থাকুন তাঁদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।” তিনি জানান, এইভাবে রাস্তার উপর পুলিশের নাম করে যারা তোলা তুলছে তাঁদের বিরুদ্ধেও পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।