জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক খোলার দাবিতে বোলপুরে আন্দোলন অব্যাহত রাখল আমানতকারী এবং ওই ব্যাঙ্কের ওপর নির্ভরশীলরা। বুধবার সকালে বোলপুর চৌরাস্তায় ঘণ্টা দু’য়েক অবস্থান বিক্ষোভ কর্মসূচীর পর, মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দেয় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ। মহকুমা শাসক মলয় হালদার বলেন, “আবেদনকারীদের দাবি খতিয়ে দেখে, প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।”
বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মোট আমানত প্রায় ৩৫৫ কোটি টাকা। ২ লক্ষ ৬৫ হাজারের কিছু বেশি আমানতকারি রয়েছেন এই ব্যাঙ্কের আওতায়। ব্যাঙ্ক প্রায় দুশো কোটি টাকা বকেয়া ঋণ বাবদ দিয়েছে। এছাড়া আনাদায়ী ঋণের পরিমাণ ৯০ কোটিরও বেশি টাকা। জেলায় রয়েছে ৩১৯টি প্রাইমারী এগ্রিকালচারাল কোপারেটিভ সোসাইটি সংক্ষিপ্তে প্যাক রয়েছে। যার সদস্য সংখ্যা দু’লক্ষ কুড়ি হাজারের বেশি। বিপদে এই বিপুল সংখ্যার মানুষ।
তেমনই একজন গৌরাঙ্গ মণ্ডল। চলতি শিক্ষাবর্ষে বিএড পাঠক্রমে ভর্তি হতে পারেননি রতনপল্লির এই বাসিন্দা। তিনি এ দিন বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, “লেনদেন বন্ধের কারণেই নিজের গচ্ছিত টাকা না পাওয়ায় বিএডে ভর্তি হতে পারিনি।” প্রয়োজনের সময়ে নিজের আমানত না পাওয়ার কারণে ছেলে মেয়েদের বিয়ের জন্য মহাজনদের কাছে হাত পাততে হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীদের অনেকে।