Advertisement
২৩ এপ্রিল ২০২৪
অভিযুক্ত তৃণমূল প্রধানের স্বামী

দুর্নীতির নালিশ জানিয়ে প্রহৃত

স্বচ্ছ ভারত প্রকল্পে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির নালিশ করেছিলেন এলাকার এক বাসিন্দা। অভিযোগ, ওই বাসিন্দাকে স্থানীয় পঞ্চায়েতের প্রধানের স্বামী মারধর করেছে। মঙ্গলবার সকালে মুরারই এলাকার ঘটনা। অভিযোগ উড়িয়ে, তৃণমূল পরিচালিত মুরারই গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরজাহান বিবির স্বামী লালু শেখের দাবি, ‘‘স্বচ্ছ ভারত প্রকল্প নিয়ে মারধরের অভিযোগ ঠিক নয়। মিলনের অধীনে রাজগ্রাম পঞ্চায়েতে ঢালাই রাস্তা নির্মাণের কাজ করেছিলাম।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০১:৩৭
Share: Save:

স্বচ্ছ ভারত প্রকল্পে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির নালিশ করেছিলেন এলাকার এক বাসিন্দা। অভিযোগ, ওই বাসিন্দাকে স্থানীয় পঞ্চায়েতের প্রধানের স্বামী মারধর করেছে। মঙ্গলবার সকালে মুরারই এলাকার ঘটনা। অভিযোগ উড়িয়ে, তৃণমূল পরিচালিত মুরারই গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরজাহান বিবির স্বামী লালু শেখের দাবি, ‘‘স্বচ্ছ ভারত প্রকল্প নিয়ে মারধরের অভিযোগ ঠিক নয়। মিলনের অধীনে রাজগ্রাম পঞ্চায়েতে ঢালাই রাস্তা নির্মাণের কাজ করেছিলাম। টাকা পেতাম, তাই নিয়ে বচসা হয়েছে। তবে মিলন আমার নামে গালিগালাজ করায়, থানায় লিখিত অভিযোগ করেছি।’’ মুরারই থানা সূত্রে খবর, এখন পর্যন্ত ওই অভিযোগ এফআইআর হিসাবে দেখানো হয়নি। সামান্য মারধরের ঘটনা, দু’ পক্ষই মিটমাটে রাজি।

মুরারই ১ পঞ্চায়েত সমিতিতে স্বচ্ছ ভারত প্রকল্পে দুর্নীতির অভিযোগকারী মুরারইয়ের বাসিন্দা মহম্মদ জাফরুজ্জামান মিলন বলেন, ‘‘আজ মুরারই ১ ব্লক অফিসে কাজের জন্য দরপত্র ডাকা হয়েছিল। সেখানে আমি গিয়েছিলাম। আমাকে দেখে লালু শেখ বলতে থাকে স্বচ্ছ ভারত নিয়ে যে অভিযোগ আমি করেছি তার জন্য কাজ করেও টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে জেলাশাসক। আমি ২০০ লোকের পেটের লাথি মারছি। সেই জন্য অভিযোগ তুলে নিতে হবে। অভিযোগ তুলে নেব না বলতেই আমাকে মারধর করে।’’ তাঁর দাবি, পুলিশ উভয়পক্ষকে জানায় যেহেতু ব্লক অফিস চত্ত্বরে মারধর হয়েছে, তাঁদের নিয়ে বিডিওর সঙ্গে আলোচনায় বসা হবে।

স্বচ্ছ ভারত প্রকল্পে দুর্নীতি নিয়ে মহম্মদ জাফরুজ্জান্মান মিলনের দাবি, প্রকল্পে মুরারই ১ পঞ্চায়েত সমিতিতে যে কাজ হচ্ছে সেটা সঠিক ভাবে গাইড লাইন মেনে করা হচ্ছে না। মুরারই ১ পঞ্চায়েত সমিতিতে শাসক দলের লোকেদের মাধ্যমে কাজ করা হচ্ছে। যেটা কোনোওদিন করা যায় না। মিলনের অভিযোগ, এনজিও বা জেলাপরিষদ অনুমোদিত স্যানিট্যারি মার্ট ছাড়া এই প্রকল্পের কাজ করা যায় না। তিনি এই সমস্ত অভিযোগ ২৭ এপ্রিল জেলাশাসক-সহ বিডিও , এসডিওকে করেছেন।

ঘটনা হল, মুরারই ১ ব্লক অফিসের মাঠে মারামারির কথা জানা নেই বলে জানান সংশ্লিষ্ট বিডিও আবুল কালাম। তিনি বলেন, ‘‘কে কোথায় মারামারি করছে সেটা কি আমার জানার কথা!’’ এমন কি স্বচ্ছ ভারত প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর জবাব, ‘‘হাজার হাজার অভিযোগ তো জমা পড়ছে। সব অভিযোগ কি মনে রাখা যায়!’’

মঙ্গলবার, বি ডিওর কথার রেশ ধরে স্বচ্ছ ভারত প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল পরিচালিত মুরারই ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীমান সাহা বলেন, ‘‘বিডিও সাহেব নিজের অফিসের কাজ সামলাবেন না কোথায় কে মারধর করছে তার খোঁজ রাখবেন!’’ বিডিও এবং সভাপতি না জানলেও অভিযোগের বিষয়ে স্বচ্ছ ভারত প্রক্লপের নোডাল অফিসার তথা মুরারই ১ ব্লকের যুগ্ম বিডিও মুসফেকুস সালেহীন বলেন, ‘‘অভিযোগের তদন্ত চলছে।’’

এ দিন জেলাশাসক পি মোহন গাঁধী বলেন, ‘‘মুরারই ১ পঞ্চায়েত সমিতিতে জেলাপরিষদের অনুমোদন বিহীন সংস্থা ছাড়া কিছু কাজ করা হয়েছে। আর যাতে করা না হয় সেই জন্য পঞ্চায়েত সমিতিকে বলা হয়েছে। অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE