স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মদিন সাড়ম্বরে পালিত হল দুই জেলায়। তারই মধ্যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের মিউজিয়ামের সম্প্রসারণ ও সংস্কারের জন্য ৪৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানালেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো। বৃহস্পতিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে স্বামীজির জন্মদিন উপলক্ষে ‘জাতীয় যুব দিবসে’ এ কথা জানান তিনি। বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ জানান, ‘‘আমাদের মিউজিয়ামটি সংস্কার ও সম্প্রসারণের প্রয়োজন হয়ে পড়েছিল। শান্তিরামবাবুকে এ জন্য ধন্যবাদ।’’
এ দিন কনকনে ঠান্ডার মধ্যেই স্বামীজির ছবি নিয়ে দুই জেলার বিভিন্ন এলাকায় প্রভাতফেরি হয়েছে। দিনভর নানা অনুষ্ঠানেও ছাত্রছাত্রী থেকে বিভিন্ন বয়সের মানুষজন যোগ দিয়েছেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের স্বদেশ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্যারেড করে ‘বিবেক বাহিনী’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর বিধানচন্দ্র ইনস্টিটিউশনের সংখ্যাতত্ত্বের বিভাগীয় প্রধান জীবন বন্দ্যোপাধ্যায় ও বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ, প্রধান শিক্ষক স্বামী গতিদানন্দ প্রমুখ।
পুরুলিয়া রবীন্দ্র ভবনে বাগদার রামকৃষ্ণ মঠ পরিচালিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান পরিবেশন করেন। স্বামীজিকে নিয়ে প্রশ্নোত্তরে সফল উত্তরদাতাদের স্বামীজি ও ভগিনী নিবেদিতার ছবি ও বইপত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, স্বামীজির জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় বসে আঁকো প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয়।