Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রাক্তন সেনা কর্মীর মৃত্যু পোস্টঅফিসে

সকালের জল-খাবার খেয়ে টাকা তোলার জন্য পোস্ট অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন। আধঘণ্টার মধ্যে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু, টাকা তোলার আগে পোস্টঅফিসেই মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীর।

শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র।

শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০১:১৫
Share: Save:

সকালের জল-খাবার খেয়ে টাকা তোলার জন্য পোস্ট অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন। আধঘণ্টার মধ্যে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু, টাকা তোলার আগে পোস্টঅফিসেই মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীর। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সাঁইথিয়া পোস্ট অফিসের ঘটনা। মৃত গোপাল ভকতের (৫১) বাড়ি সাঁইথিয়ার চার নম্বর ওয়ার্ডে।

সাঁইথিয়ার এই পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, এ দিন ভিড় তো দূর, তেমন লোকজনই ছিল না। এক কর্মী জানান, অফিসের গেটের বাইরে উনি কোনও ভাবে পড়ে যান। সঙ্গে সঙ্গেই হাসপাতাল এবং থানায় ফোন করা হয়। তার আগেই অবশ্য স্থানীয়েরা উদ্ধার করে গোপালবাবুকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু, বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। হৃদরোগেই মৃত্যু বলে অনুমান চিকিৎসকদের। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে বের হন গোপালবাবু। কিছু পরে তাঁর ফোন থেকেই কেউ বাড়িতে খবর দেন যে গোপালবাবু পোস্ট অফিসে পড়ে গিয়েছেন। তাঁর মেয়ে দুর্গার দাবি, পোস্ট অফিস থেকে হাসপাতালের দূরত্ব সামান্য। কিন্তু রাস্তা জ্যামের কারণে হাসপাতালে পৌঁছতে প্রায় আধ ঘণ্টা সময় লেগে যায়। পরিবার সূত্রেই জানা গিয়েছে, বছর চারেক আগে গোপালবাবুর গলায় ক্যানসার ধরা পড়ে। তবে চিকিৎসায় তিনি সেরেও উঠছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ex-soldier Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE