Advertisement
২৬ এপ্রিল ২০২৪
বোবা এসএমএস অ্যালার্ট

ব্যাঙ্ক থেকে ধাপে ধাপে লোপাট পঁয়ত্রিশ হাজার

এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় প্রায় ৩৫ হাজার টাকা লোপাটের অভিযোগ উঠল বেলিয়াতোড়ে। অভিযোগকারী বেলিয়াতোড়ের পিড়রাবনি এলাকার বাসিন্দা নন্দদুলাল গোস্বামী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেলিয়াতোড় শাখার গ্রাহক। বুধবার বিষয়টি নিয়ে বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

নন্দদুলাল গোস্বামী।

নন্দদুলাল গোস্বামী।

নিজস্ব সংবাদদাতা
বেলিয়াতোড় শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০১:১৬
Share: Save:

এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় প্রায় ৩৫ হাজার টাকা লোপাটের অভিযোগ উঠল বেলিয়াতোড়ে। অভিযোগকারী বেলিয়াতোড়ের পিড়রাবনি এলাকার বাসিন্দা নন্দদুলাল গোস্বামী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেলিয়াতোড় শাখার গ্রাহক। বুধবার বিষয়টি নিয়ে বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। নন্দদুলালবাবুর আরও অভিযোগ, একাধিক ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হলেও ব্যাঙ্ক থেকে খরচের কথা জানিয়ে কোনও এসএমএস তিনি পাননি।

ব্যাঙ্ক কর্মীর ভুয়ো পরিচয় দিয়ে ফোনে গ্রাহকদের এটিএম কার্ডের গোপন তথ্য জেনে প্রতারণার ঘটনা জেলায় নতুন কিছু নয়। তবে নন্দদুলালবাবুর দাবি, তাঁর কাছে কার্ড সংক্রান্ত তথ্য জানতে চেয়ে কোনও ফোন আসেনি। কাউকে অ্যাকাউন্ট সংক্রান্ত গোপন তথ্য দেননি বলে তাঁর দাবি। নন্দদুলালবাবু বৈদ্যুতিন যন্ত্রপাতি সারাই-এর কাজ করেন। তিনি জানান, গত ৩০ নভেম্বর শহরের একটি এটিএম থেকে নিজের অ্যাকাউন্টের ব্যালান্স দেখেছিলেন। তখন অ্যাকাউন্টে ৩৫ হাজার ৪০৫ টাকা ছিল। রবিবার ফের এটিএম-এ ব্যালান্স পরীক্ষা করতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে মাত্র ৪ টাকা পড়ে রয়েছে। মাথায় হাত পড়ে নন্দদুলালবাবুর। তিনি বলেন, “অল্প অল্প করে টাকা সঞ্চয় করছিলাম। এটিএম কার্ডও বিশেষ ব্যবহার করি না। কেউ আমাকে ফোন করে গোপন নম্বর জানতে চায়নি। কী করে যে কী হল বুঝতে পারছি না।’’

সোমবার ব্যাঙ্কে গেলে নন্দদুলালবাবুকে জানানো হয়, বেশ কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটে কেনাকাটা করা হয়েছে। ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, অ্যাকাউন্ট জালিয়াতির ঘটনা ঘটে থাকলে বিনা তথ্যে তা হওয়া মুশকিল। কেবল অ্যাকাউন্ট হ্যাক করেই সেটা করা সম্ভব। এই প্রসঙ্গে নন্দদুলালবাবু অভিযোগ করেছেন, তাঁর অ্যাকাউন্টে এসএমএস-অ্যালার্ট চালু করা রয়েছে। সেই বাবদ নিয়মিত তাঁর অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেয় ব্যাঙ্ক। কিন্তু অ্যাকাউন্ট থেকে যখন টাকা খরচ হয়েছে, তার জন্য কোনও এসএমএস তাঁর মোবাইলে আসেনি বলে নন্দদুলালবাবুর অভিযোগ। তাঁর আক্ষেপ, “ব্যাঙ্ক বলছে প্রায় দশ-পনেরো দফায় আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। এক বারও যদি এসএমএস পেতাম, তাহলে তক্ষুণি ব্যাঙ্কে আসতাম। পুরো টাকাটা এ ভাবে চলে যেত না।’’ বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন বলে তিনি জানান।

নিজের টাকা ফেরত চেয়ে ব্যাঙ্কে আবেদন করেছেন নন্দদুলালবাবু। যদিও ব্যাঙ্ক থেকে এই ব্যাপারে কোনও আশ্বাস মেলেনি। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক কর্তা জানান, বিষয়টি তাঁরা আপাতত খতিয়ে দেখছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেলিয়াতোড় থানার পুলিশও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank account SMS alert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE