Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কাঁকরতলার খুনে ধৃত এক

কাঁকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে শেখ রাজেশ নামে একজনকে ধরল পুলিশ। শনিবার রাতে বড়রা গ্রামের বাড়ি থেকেই রাজেশকে ধরা হয়। ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতে চেয়ে রবিবার সকালে দুবরাজপুর আদালতে তোলা হলে, বিচারক তা মঞ্জুর করে দেন। প্রসঙ্গত শুক্রবার রাতে বড়রাগ্রামে বাড়ির দরজা ভেঙে তৃণমূল কর্মী শেখ খিলাফৎকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা
দুবরাজপুর শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:৫১
Share: Save:

কাঁকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে শেখ রাজেশ নামে একজনকে ধরল পুলিশ। শনিবার রাতে বড়রা গ্রামের বাড়ি থেকেই রাজেশকে ধরা হয়। ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতে চেয়ে রবিবার সকালে দুবরাজপুর আদালতে তোলা হলে, বিচারক তা মঞ্জুর করে দেন। প্রসঙ্গত শুক্রবার রাতে বড়রাগ্রামে বাড়ির দরজা ভেঙে তৃণমূল কর্মী শেখ খিলাফৎকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।

পরিবারের অভিযোগ ছিল, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বোমাবাজি করে ওই কর্মীকে তুলে নিয়ে গিয়েছিল জনা ১৫-২০ জনের একটি দুষ্কৃতীদল। মুখ ঢাকা থাকলেও তাঁদের অনেককে তাঁরা চিনতে পেরেছিলেন। শনিবার ময়নাতদন্ত এবং কবর দেওয়ার পর নিহতের ছেলে শেখ বদিউজ্জামান শনিবার রাতে বাবার মৃত্যুর ঘটনায় ১৭ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা সকলেই বড়রা গ্রামেরই বাসিন্দা। সেই থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ এ দিন যাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে অভিযুক্তদের তালিকায় তার নামটা দেওয়া ছিল না বলে জানিয়েছেন নিহতের ভাই শেখ আজিজুল। আজিজুলের কথায়, ‘‘সবাইকে চেনা যায়নি। পুলিশ নিজেদের মতো তদন্ত করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Kankartala arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE