Advertisement
১৯ এপ্রিল ২০২৪
বুধবার থেকে চেনা রুটিনে, স্বস্তি দুই জেলায়

ফিরছে রাতের ট্রেন

ফের সন্ধ্যে ৭টায় বোকারো থেকে হাওড়ার উদ্দেশে বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জার হিসেবে যাত্রা করবে। তাহলে ট্রেনটির ‘মেনট্যানেন্স’ কখন হবে, তা নিয়ে অবশ্য সংশয়ে অনেকে।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৭:২০
Share: Save:

ফিরিয়ে আনা হচ্ছে বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জার। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে ফের যাত্রীদের নিয়ে লাইনে ছুটতে চলেছে এই ট্রেন। সে দিন হাওড়া থেকে নির্ধারিত সময়েই ট্রেনটি ছাড়বে বলে রেল জানিয়েছে।

পূর্ব রেলের ধানবাদ-চন্দ্রপুরা শাখার নীচে আগুন জ্বলছে বলে নিরাপত্তার কারণে ওই লাইনের কয়েকটি ট্রেন বন্ধ করে দেয় রেল। ওই শাখারই একটি অংশ দিয়ে যেত পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর ছুঁয়ে যাওয়া বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জার। ১৬ জুন থেকে ওই ট্রেনটি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন এ রাজ্যের বিরাট অংশের মানুষজন। বিশেষত বাঁকুড়া ও পুরুলিয়ার সঙ্গে হাওড়ার ট্রেন যোগাযোগ কম থাকায়, তাঁরাই বেশি সঙ্কটে পড়েন।

রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি এতদিন বোকারোয় পৌঁছে সারা দিন সেখানেই পড়ে থাকত। এখন থেকে অবশ্য ওই ট্রেনটি বোকারো পৌঁছনোর পরে সেখান থেকে নাম পাল্টে বোকারো-রাঁচী প্যাসেঞ্জার হিসেবে যাত্রা করবে। এই রুটে আগে রাঁচি-ধানবাদ নামে একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করত। সেই ট্রেনটিও একই ভাবে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে বোকারো ছেড়ে পুন্দাগ, কোটশিলা, ঝালদা, তুলিন হয়ে বেলা সাড়ে ১২টায় রাঁচী পৌঁছবে। ফেরার পথে বিকেল ৩.৪৫-তে রাঁচী ছেড়ে সন্ধ্যে ৬.৫০-তে বোকারোয় আসবে। ফের সন্ধ্যে ৭টায় বোকারো থেকে হাওড়ার উদ্দেশে বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জার হিসেবে যাত্রা করবে। তাহলে ট্রেনটির ‘মেনট্যানেন্স’ কখন হবে, তা নিয়ে অবশ্য সংশয়ে অনেকে।

ডিআরএম (আদ্রা) শরদ কুমার শ্রীবাস্তব বলেন, ‘‘এই ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন স্তরের মানুষজন ট্রেনটি ফের চালু করার দাবি তুলছিলেন। রেলমন্ত্রকই ট্রেনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।’’ কিন্তু ট্রেনটি তো সেই পুরনো রুট দিয়েই চলবে? ডিআরএম বলেন, ‘‘আগের রুট দিয়েই চলবে, তবে নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।’’ রেল সূত্রের খবর, যে পথ দিয়ে এই ট্রেন আসবে, সেখানে ঝুঁকির কিছু পাওয়া যায়নি।’’

বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জার রাতে চলাচল করে বলেই ট্রেনটির এত জনপ্রিয়তা। বোকারো থেকে সন্ধ্যায় ছেড়ে জঙ্গলমহলের তিন জেলার একাধিক স্টেশন ছুঁয়ে এই ট্রেনটি ভোরবেলায় হাওড়ায় পৌঁছত। রাতে ফের হাওড়া থেকে যাত্রীদের নিয়ে পরের দিন ভোরে পুরুলিয়া পৌঁছত। এতদিন হাওড়া আসার সময়ে আদ্রা স্টেশনে বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জারের সঙ্গে চক্রধরপুর-আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার মিশে একটি ট্রেন হয়ে যেত। ফলে ১৭টি কামরায় যাত্রীরা যেতে পারতেন।

কিন্তু বোকারো-আদ্রা-হাওড়া স্টিল সিটি প্যাসেঞ্জার বন্ধ হয়ে পড়ায় শুধু চক্রধরপুর-আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার আটটি কামরা নিয়ে যাচ্ছিল। তাতে ওই ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে গিয়েছিল। এই সমস্যায় পাশে এসে দাঁড়ান বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো।

তিনি বলেন, ‘‘আমরা রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে দাবি জানিয়েছিলাম, হাওড়া-আদ্রা-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার ট্রেনটি বোকারোয় পৌঁছনোর পরে সন্ধ্যে পর্যন্ত দাঁড়িয়ে থাকত, তাই আমরা ওই রেকটিকেই বোকারো-রাঁচি ভায়া ঝালদা-কোটশিলা চালানোর দাবি করেছিলাম। সেই সঙ্গে বোকারো-আদ্রা-হাওড়া ট্রেনটি বন্ধ হওয়ায় বহু যাত্রীর অসুবিধার কথাও তুলি। রেলমন্ত্রী আমাদের দাবি মেনে ট্রেনটিকে ফিরিয়ে দেওয়ায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE