পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি-র রাতভর সংর্ঘষে ভাঙল একের পর এক বাড়ি, জখম হলেন দুই পক্ষের অনেকে। মুহুর্মুহু বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনাস্থল, সদাইপুর থানা এলাকার পারুলিয়া পঞ্চায়েতের হাজরাপুর গ্রাম। শুক্রবার রাতে সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনা হল, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে সেই যে রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে বীরভূমে, তা যেন থামার নাম নিচ্ছে না। পাড়ুই থেকে নানুর, সাঁইথিয়া থেকে সদাইপুর—বিজেপি-তৃণমূল সংঘর্ষে বারবার তপ্ত হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত। কোথাও দলীয় কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, তো কোথাও পার্টি অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে লাগাম পরাতে পারছে না জেলা পুলিশ-প্রশাসনও।
এলাকা সূত্রে জানা গিয়েছে, হাজরাপুরের তৃণমূল নেতা নুরুল হুদা এবং তাঁর ভাই নুরুল মুশার মধ্যে বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গণ্ডগোল চলছিল। নুরল হুদা ওই এলাকায় বেশ প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। নুরুল মুশাও দাদার মতো এলাকায় প্রভাব বাড়ানোর লক্ষ্যে বিজেপিতে যোগ দেন।
শুক্রবার রাতে বিজেপি-র পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়। এর পরেই দু’পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ভাঙচুর ও
ব্যাপক বোমাবাজি।