কমিটি ভাঙার আড়াই বছরের মাথায় জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন দলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো।
বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে নতুন কমিটির তালিকা পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যাশা মতোই দলের জেলা সভাপতি পদে বহাল রয়েছেন শান্তিরাম মাহাতো। আগের কমিটিতে সুজয় বন্দ্যোপাধ্যায় ছিলেন কার্যকরী সভাপতি। নয়া কমিটিতে তাঁকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে।
পাশাপাশি জেলায় সহ-সভাপতি করা হয়েছে ১৬ জনকে। নানা সময়ে বিতর্কে জড়ানো বলরামপুর ব্লকের সভাপতি সৃষ্টিধর মাহাতোকে সহ-সভাপতি করা হয়েছে। কংগ্রেস থেকে দলে আসা রথীন্দ্রনাথ মাহাতো, বিভাস দাস ও সমীরণ রায়কেও সহ-সভাপতি পদে রাখা হয়েছে। দুই বিধায়ক শক্তিপদ মাহাতো ও সন্ধ্যারানি টুডুকেও সহ-সভাপতি পদে রাখা হয়েছে।