Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ট্রাফিক সচেতনতা আদ্রায়

মোটরবাইক থামিয়ে চালকের হাতে পুলিশ কর্মী তুলে দিলেন চকোলেট। তারপরেই দাঁড় করিয়ে শোনানো হল নিরাপদ গাড়ি চালানোর মন্ত্র— ‘হেলমেট পরুন’। সেই সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, অত্যাধিক জোরে গাড়ি না চালানোরও আবেদন জানান পুলিশ কর্মীরা। ট্রাফিক সচেতনতা নিয়ে এ ভাবেই প্রচার চালাল আদ্রা থানার পুলিশ।

আদ্রায় বুধবার। —নিজস্ব চিত্র।

আদ্রায় বুধবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আদ্রা শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০০:৫৩
Share: Save:

মোটরবাইক থামিয়ে চালকের হাতে পুলিশ কর্মী তুলে দিলেন চকোলেট। তারপরেই দাঁড় করিয়ে শোনানো হল নিরাপদ গাড়ি চালানোর মন্ত্র— ‘হেলমেট পরুন’। সেই সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, অত্যাধিক জোরে গাড়ি না চালানোরও আবেদন জানান পুলিশ কর্মীরা। ট্রাফিক সচেতনতা নিয়ে এ ভাবেই প্রচার চালাল আদ্রা থানার পুলিশ। বুধবার আদ্রায় কাশীপুর মোড়ের কাছে রেলগেট এলাকায় এই অভিযানে সতর্কতামূলক বার্তা নিয়ে প্ল্যাকার্ড নিয়ে প্রচারও চালানো হয়। এই জায়গাতেই প্রতিদিন গাড়ির নথিপত্র পরীক্ষা করেন আদ্রা থানার পুলিশ কর্মীরা। হেলমেট বা প্রয়োজনীয় নথি না থাকলে রীতিমতো জরিমানাও করা হয়। কিন্তু এ দিন তার বদলে পুলিশ কর্মীদের হাসি-হাসি মুখে সদুপদেশ দিতে দেখে অনেকেই অবাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

adra traffic police chocolate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE