Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ হিড়বাঁধে

রাস্তা জুড়ে ছোট-বড় গর্ত। পথ চলা দায় হয়ে দাঁড়িয়েছে। অথচ রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ হিড়বাঁধ এলাকার বাসিন্দাদের। হিড়বাঁধ ব্লকের বাউরিডিহা থেকে মশিয়াড়া হয়ে সিমলাবাঁধ পর্যন্ত ওই রাস্তা সংস্কারের জন্য ব্লক অফিসে স্মারকলিপিও দিয়েছিলেন তাঁরা। তার পরেও কাজ না হওয়ায় অবরোধ করলেন মশিয়াড়ার বাসিন্দারা। ভোর সাড়ে ৫টা থেকে মশিয়াড়ার শিবমণ্ডপ মোড়ে কিচ্ছুক্ষণ অবরোধ চলে।

সোমবার মশিয়াড়া গ্রামে তোলা নিজস্ব চিত্র।

সোমবার মশিয়াড়া গ্রামে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হিড়বাঁধ শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০১:২৩
Share: Save:

রাস্তা জুড়ে ছোট-বড় গর্ত। পথ চলা দায় হয়ে দাঁড়িয়েছে। অথচ রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ হিড়বাঁধ এলাকার বাসিন্দাদের। হিড়বাঁধ ব্লকের বাউরিডিহা থেকে মশিয়াড়া হয়ে সিমলাবাঁধ পর্যন্ত ওই রাস্তা সংস্কারের জন্য ব্লক অফিসে স্মারকলিপিও দিয়েছিলেন তাঁরা। তার পরেও কাজ না হওয়ায় অবরোধ করলেন মশিয়াড়ার বাসিন্দারা। ভোর সাড়ে ৫টা থেকে মশিয়াড়ার শিবমণ্ডপ মোড়ে কিচ্ছুক্ষণ অবরোধ চলে। স্বাভাবিক ভাবে জানজটের সৃষ্টি হয়। পরে হিড়বাঁধ থানার ওসি রামনারায়ণ পাল এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

হিড়বাঁধের বাউরিডিহা থেকে গোয়ালাপাড়া, ভুচুডুংরি, চাকাডোবা, সীতারামপুর, মশিয়াড়া, হাসাডাঙা হয়ে সিমলাবাঁধ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ওই রাস্তার ভেঙে যাচ্ছে। রাস্তা খারাপের জন্য খাতড়া থেকে সিমলাবাঁধ রুটে বাস চলাচল অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় পাঁচ বছর ধরে ওই রাস্তার খারাপ অবস্থা। হিড়বাঁধ ব্লকের দিগতোড়, বামনি, মশিয়াড়া, সীতারামপুর, সিমলাবাঁধ-সহ আশপাশের প্রায় ২০-২৫টি গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সীতারামপুর গ্রামের বাসিন্দা গোপাল গোস্বামী, মশিয়াড়া গ্রামের বাসিন্দা সমীর রায়, বিবেকানন্দ রায়, স্বপন বন্দ্যোপাধ্যায়ের দাবি, “সিমলাবাঁধ থেকে এই রাস্তায় আগে খাতড়া, বাঁকুড়া যাওয়ার দু’টি বাস চলত। কয়েকটি নতুন রুটের বাস চলার কথা ছিল। কিন্তু বেহাল অবস্থার জন্য বাস মালিকরা আর এই রাস্তায় নতুন করে বাস চালাতে রাজি নন। বাস চলাচল বন্ধ হতে বসেছে। এখন সারাদিনে মাত্র একটি বাস চলছে। তবু রাস্তা সংস্কারে কোনও হুঁশ নেই প্রশাসনের।” মশিয়াড়া গ্রামের বাসিন্দা শালডিহা কলেজের ছাত্রী অদিতি চট্টোপাধ্যায়, বিক্রমডি গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী জয়ন্তী সর্দারদের ক্ষোভ, “বাস চলাচল অনিয়মিত হয়ে পড়ায় কলেজ ও টিউসন পড়তে যেতে খুব অসুবিধা হচ্ছে। প্রচুর কাঠখড় পুড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।” মশিয়াড়ার সঞ্জয় রায়, চাকাডোবার শুভাশিস রায়, নেকড়াপাহাড়ি গ্রামের বাসুদেব টুডু, বাসকর্মী সমর মুখোপাধ্যায়, বিধান রায়দের ক্ষোভ, “রাস্তা খারাপের জন্য প্রায় দিনই গাড়ির যন্ত্রাংশ ভাঙছে। সে জন্য ওই রাস্তায় কেউই বাস চালাতে রাজি নয়। অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে আগামীদিনে এই রাস্তায় বাস চালানো বন্ধ রাখা হবে।” হিড়বাঁধের যুগ্ম বিডিও ললিত সেন বলেছেন, “ওই রাস্তাটি জেলা পরিষদের। রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদকে জানানো হচ্ছে।” বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “ওই রাস্তাটি শীঘ্রই সংস্কার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hirbandh repairing road road blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE