রামপুরহাট-কাণ্ডে কলকাতা হাই কোর্টের কাছে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। মুখবন্ধ খামে তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার শুনানিতে ওঠে ভাদু শেখ খুনে সিবিআই তদন্তের প্রসঙ্গও। উচ্চ আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, আদালত বললে তদন্তে রাজি কেন্দ্রীয় সংস্থা।
আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘ভাদু শেখের খুনের পরই ওই গণহত্যার ঘটনা ঘটেছে। ফলে একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। তাই সিবিআইয়ের দুটো ঘটনারই তদন্ত করা উচিত।’’ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত রায় স্থগিত থাকলেও এই বিষয়ে হাই কোর্টের ওয়েবসাইটে রায় দিয়ে দেওয়া হবে।