Advertisement
০৪ জুন ২০২৪
Roddur Roy

Roddur Roy: জেল থেকে ফের পুলিশ হেফাজতে রোদ্দূর রায়, নতুন মামলায় নির্দেশ আলিপুর আদালতের

নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তি করা নিয়ে গত মে মাসে রোদ্দূর রায়ের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

রোদ্দূর রায়

রোদ্দূর রায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৯:১০
Share: Save:

নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তির অভিযোগের মামলায় ইউটিউবার রোদ্দূর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আগামী ২৬ জুন অর্থাৎ রবিবার পর্যন্ত রোদ্দূরকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

মুখ্যমন্ত্রী মমতাকে নেটমাধ্যমে আক্রমণ করতে গিয়ে কু-কথা বলার অভিযোগে কলকাতার একাধিক থানায় রোদ্দূরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া সেই রকমই একটি অভিযোগের ভিত্তিতে গত ৭ জুন গ্রেফতার করা হয়েছিল ইউটিউবারকে। ওই মামলায় গত ৯ জুন থেকে রোদ্দূর পুলিশ হেফাজতে ছিলেন। মামলাটি ব্যাঙ্কশালে আদালতে উঠলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সোমবারের শুনানিতে রোদ্দূরকে আরও সাত দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।

এর পর বুধবার আরও একটি নতুন মামলায় রোদ্দূরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে কটূক্তি করা নিয়ে গত মে মাসে রোদ্দূরের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রোদ্দূরকে আলিপুর আদালতে তোলা হয় বুধবার। তদন্তের স্বার্থেই রোদ্দূরের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। পাল্টা রোদ্দূরের আইনজীবীও আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যেই পৃথক মামলা চলছে। ওই মামলায় রোদ্দূরের ইউটিউব চ্যানেলে সম্প্রচারের কাজে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। তাই এই মামলায় তাঁর মক্কেলকে জামিন দেওয়ার আবেদন করেন তিনি। যদিও শেষমেশ পুলিশের আবেদনেই সম্মতি দিয়ে রোদ্দূরকে জেল হেফাজত থেকে আবার পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roddur Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE