Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টলিউডে দখলদারি, রূপার তোপ ওড়ালেন অরূপ

কলকাতা পুর এলাকার ভোটার তালিকায় নাম না থাকায় ৯৬ নম্বর ওয়ার্ডে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী হতে পারলেন না। তাঁর পরিবর্তে ওই ওয়ার্ডে দল প্রার্থী করল টলিউডের আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। রবিবার তাঁকে পাশে বসিয়ে রূপা টলিউডে দখলদারির অভিযোগ আনলেন রাজ্যের এক মন্ত্রী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে।

জল্পনা শেষ। কলকাতার ভোটার নন, তাই নাম ঘোষণার পরেও পুরভোটে লড়তে পারছেন না রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। নতুন প্রার্থীকে অভিনন্দন জানালেন রূপা। ছবি: বিশ্বনাথ বণিক।

জল্পনা শেষ। কলকাতার ভোটার নন, তাই নাম ঘোষণার পরেও পুরভোটে লড়তে পারছেন না রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। নতুন প্রার্থীকে অভিনন্দন জানালেন রূপা। ছবি: বিশ্বনাথ বণিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৫ ০৪:১০
Share: Save:

কলকাতা পুর এলাকার ভোটার তালিকায় নাম না থাকায় ৯৬ নম্বর ওয়ার্ডে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী হতে পারলেন না। তাঁর পরিবর্তে ওই ওয়ার্ডে দল প্রার্থী করল টলিউডের আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। রবিবার তাঁকে পাশে বসিয়ে রূপা টলিউডে দখলদারির অভিযোগ আনলেন রাজ্যের এক মন্ত্রী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে।

রূপা এ দিন পুর ময়দানের চেয়ে নিজের পেশার মাঠেই তৃণমূলকে বেশি আক্রমণ করেছেন। শাসক দলের নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস টলিউড ইন্ডাস্ট্রিকে দখল করে অনেককে কাজ থেকে বঞ্চিত করছেন বলে এ দিন অভিযোগ করেন রূপা। প্রথমে নাম না করলেও পরে তিনি বলেন, “হ্যাঁ, ওই দুই ভাইয়ের কথাই বলছি। অরূপ, স্বরূপ। ওঁরা ইন্ডাস্ট্রির অনেকের ভাত মারতে চাইছেন। ফেডারেশনের খাতায় যিনি প্রেসিডেন্ট, তিনি কখনও ইন্ডাস্ট্রিতে পা রাখেননি। এখন আমাদের শাসন করতে চাইছেন। ওঁদের আমি ছাড়ব না।” তাঁর আরও অভিযোগ, “আমার সঙ্গে আমার মেক-আপ ম্যান ও হেয়ার ড্রেসারকে যেতে দেননি। ওই হেয়ার ড্রেসারকে দশ দিনের টাকা কোন বিশ্বাস দিয়েছে? এ ভাবে ওই দুই ভাই ইন্ডাস্ট্রি চালাতে চাইছেন।” রূপার বক্তব্য, বাম জমানায় টলিউডে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হত না। ফলে তখন তাঁদের কাজ করতে কোনও অসুবিধা হয়নি। তাঁর কথায়, “বাম আমলে কর্মসংস্কৃতি নষ্ট বা শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ হলেও আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে কোনও অসুবিধে হয়নি। এ কথা স্বীকার করতেই হবে।” রূপা অভিযোগ করেন, ‘সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামে যে সংস্থা টলিউডের শিল্পী, কলাকুশলীদের বিপদে-আপদে পাশে দাঁড়ায়, তাদের অধিকাংশ সদস্য সিপিএম সমর্থক হওয়ায় টেকনিশিয়ান্স স্টুডিয়োতে ওই ট্রাস্টকে ঘর দেওয়া হচ্ছে না।

রূপার এই অভিযোগ শাসক দল মানতে নারাজ তো বটেই। বরং, তৃণমূল নেতৃত্ব পাল্টা বোঝাতে চাইছেন, পুরভোটে প্রার্থী হতে না পারার হতাশা থেকেই অভিনেত্রী রূপা এমন অভিযোগ করছেন। রূপার নিশানা যাঁদের দিকে, তাঁদের অন্যতম মন্ত্রী অরূপের কটাক্ষ, “এক দিকে ভালই হয়েছে। টেকনিক্যাল কারণে উনি অন্তত কয়েক হাজার ভোটে হার থেকে মুক্তি পেয়েছেন।” অধুনা তৃণমূলে কোণঠাসা মুকুল রায়েরও মন্তব্য, “রূপা বেঁচে গেলেন। ৯৬ নম্বর ওয়ার্ড তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে রূপার সুবিধে হতো না।”

টলিউডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও নস্যাৎ করেছেন অরূপ। তিনি বলেন, “রূপার এই মন্তব্য নিয়ে যত কম মন্তব্য করা যায়, তত ভাল। টলিউড ইন্ডাস্ট্রিতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই। ইন্ডাস্ট্রি কেমন চলছে, সেটা ওই শিল্পের সঙ্গে জড়িত লোকজনকে জিজ্ঞাসা করলেই জানা যাবে।” অরূপের দাবি, “আসলে ভোটে দাঁড়াতে না পেরে মুখরক্ষা করার জন্য রূপা এখন এ সব বলছেন।” অরূপের ব্যাখ্যা, টলিউডে এখন যে সংগঠন আছে, সেটা অরাজনৈতিক। গোটা পূর্ব ভারত থেকে সেখানে নির্বাচনের মাধ্যমে পদাধিকারী ঠিক হয়। অরূপ এবং তাঁর ভাইয়ের পাল্টা দাবি, টলিউড ইন্ডাস্ট্রিতে সরাসরি রাজনৈতিক সংগঠন করা গেলে বাম জমানায় সিপিএম সেটা করত। পরে তৃণমূলও সেই সুযোগ কাজে লাগাতে পারত।

৯৬ নম্বর ওয়ার্ডের নতুন প্রার্থী শর্বরীর পাশে দাঁড়িয়ে রূপা এ দিন বলেছেন, “কে প্রার্থী হল, সেটা বড় কথা নয়। দল লড়ছে। এটাই আসল কথা। এই ওয়ার্ড থেকেই নির্বাচনী প্রচার শুরু করছি।” কলকাতার ৬২ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদল করেছে বিজেপি। ওই ওয়ার্ডে দল যাকে টিকিট দিয়েছিল, তিনি দাঁড়াতে না চাওয়ায় শাহিন জাফরি নামে অন্য এক জনের নাম এ দিন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE