Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Accident

নিউটাউন এনকাউন্টারে দুষ্কৃতীর গুলিতে আহত পুলিশকর্মী হাসপাতালে

কার্তিকের শরীরের বাঁ দিকে গুলির আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে তাঁর শরীরের ভিতরে গুলি ঢুকে নেই বলেই জানা গিযেছে।

শাপুরজি আবাসনের বাইরে পুলিশ দাঁড়িয়ে

শাপুরজি আবাসনের বাইরে পুলিশ দাঁড়িয়ে নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৯:৫৩
Share: Save:

নিউটাউনের সাপুরজি আবাসনে এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) -এর এনকাউন্টারে নিহত পঞ্জাবের ২ দুষ্কৃতী। এনকাউন্টার চলাকালীন আহত হন পুলিশকর্মী কার্তিকমোহন ঘোষ। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আহত কার্তিককে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আইটিইউ-তে আপাতত চিকিৎসাধীন তিনি।

কার্তিকের শরীরের বাঁ দিকে গুলির আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকেরা জানিয়েছেন, কার্তিকের বাঁ হাতের কাঁদ দিয়ে গুলি ঢুকে কনুইয়ের উপর দিয়ে বেরিয়ে গিয়েছে। তাঁদের ধারণ, হয় উপর থেকে গুলি চালানো হয়েছিল। অথবা গুলি চলার সময় তিনি বসে পড়েছিলেন। কার্তিক বাঁ হাতের কব্জি নাড়াতে পারছেন না। ওঁর এনসিভি, এমআরআই এবং এক্সরে করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Police Encounter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE