Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এলেন, গেলেন, বাংলার জন্য কী রেখে গেলেন কপিল সিব্বল!

মদন মিত্রের জামিনের মামলায় জাঁদরেল আইনজীবী তথা প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলকে উড়িয়ে আনা হয়েছিল দিল্লি থেকে। কিন্তু মদন মিত্রের জামিন হয়নি। কপিল সিব্বলও পাড়ি দিয়েছেন দিল্লির উদ্দেশে।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ১৭:৫৭
Share: Save:

মদন মিত্রের জামিনের মামলায় জাঁদরেল আইনজীবী তথা প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলকে উড়িয়ে আনা হয়েছিল দিল্লি থেকে। কিন্তু মদন মিত্রের জামিন হয়নি। কপিল সিব্বলও পাড়ি দিয়েছেন দিল্লির উদ্দেশে। নিজে তো হারলেনই, তার সঙ্গে বাংলায় রেখে গেলেন কংগ্রেসের জন্য অস্বস্তি। অস্বস্তি যে কতটা তা কংগ্রেস নেতা আব্দুল মান্নানের কথাতেই স্পষ্ট।

এ দিন তিনি জানান, মদন মিত্রের হয়ে সিব্বল সওয়াল করায় তিনি হতাশ।সারদা কেলেঙ্কারি নিয়ে প্রথম থেকেই সরব কংগ্রেস নেতৃত্ব। তার মধ্যে তাদেরই দলের বর্ষীয়ান নেতা সারদা কেলেঙ্কারিতে অভিযুক্তের জন্য মামলা লড়ায় স্বভাবতই অস্বস্তিতে রড়েছে দল। তিনি অবশ্য আগেও সরকারের হয়ে সারদা মামলা লড়েছেন। সে ক্ষেত্রেও আদালতের রায় তাঁর বিপক্ষেই ছিল। এ ক্ষেত্রেও তাই হয়েছে। জামিন পাননি মদন মিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE