Advertisement
১৯ এপ্রিল ২০২৪
কল্যাণী বিশ্ববিদ্যালয়

চালু হচ্ছে স্মার্ট ক্লাস, খুশি পড়ুয়ারা

চক-ডাস্টার হাতে ক্লাসে যাওয়ার দিন শেষ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে চালু হচ্ছে ‘স্মার্ট ক্লাস রুম’। দশটি বিভাগে ওই পরিকাঠামো চালুর সবুজ সঙ্কেত দিয়েছেন কর্তৃপক্ষ। কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ক্লাসের চেয়ে ছাত্রছাত্রীদের আকর্ষণ অনেক বেশি থাকে স্মার্ট ক্লাসে। তা পড়ুয়াদের উপভোগ্য হয়। ইউজিসির এক সমীক্ষায় উঠে আসে এই তথ্য। দেশ-বিদেশের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়েই স্মার্ট ক্লাসে পড়ানো হয়।

এই স্মার্ট ক্লাসরুমের দেখা মিলবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। নিজস্ব চিত্র।

এই স্মার্ট ক্লাসরুমের দেখা মিলবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। নিজস্ব চিত্র।

পিনাকী গঙ্গোপাধ্যায়
কল্যাণী শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:৫৭
Share: Save:

চক-ডাস্টার হাতে ক্লাসে যাওয়ার দিন শেষ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে চালু হচ্ছে ‘স্মার্ট ক্লাস রুম’। দশটি বিভাগে ওই পরিকাঠামো চালুর সবুজ সঙ্কেত দিয়েছেন কর্তৃপক্ষ।
কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ক্লাসের চেয়ে ছাত্রছাত্রীদের আকর্ষণ অনেক বেশি থাকে স্মার্ট ক্লাসে। তা পড়ুয়াদের উপভোগ্য হয়। ইউজিসির এক সমীক্ষায় উঠে আসে এই তথ্য। দেশ-বিদেশের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়েই স্মার্ট ক্লাসে পড়ানো হয়। তা এ বার শুরু হচ্ছে কল্যাণীতে। নাক (ন্যাশনাল অ্যাসেটমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল)-এর মূল্যায়নে স্মার্ট ক্লাস বিশেষ গুরুত্ব পায়।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলুর উদ্যোগেই আধুনিক প্রযুক্তির এই ক্লাস চালু হতে চলেছে। তিনি বলেন, ‘‘আস্তে আস্তে প্রতিটি বিভাগের সব ক্লাসেই স্মার্ট ক্লাস চালু করা হবে।’’ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কেমিস্ট্রি, ফিজিক্স, দর্শন, ইতিহাস এবং জৈব রসায়ন ও জৈব পদার্থবিদ্যা—এই পাঁচটি বিভাগে স্মার্ট ক্লাস চালুর জন্যে পরিকাঠামো তৈরির কাজ এগিয়েছে। শীতাতপ-নিয়ন্ত্রিত ক্লাস রুমে থাকবে ডিজিটাল বোর্ড, কম্পিউটার, প্রোজেক্টর-সহ নানা ব্যবস্থা। ব্ল্যাক বোর্ডে চকে লিখতে যে সময় লাগে ডিজিটাল বোর্ডে মাউসের ক্লিকে তা মুহূর্তে হয়ে যাবে। একশো পড়ুয়া বসতে পারবে, এমন ক্লাসরুমের জন্যে খরচ হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা। নতুন ক্লাস পেয়ে উৎসাহী পড়ুয়ারাও।

স্মার্ট ক্লাস চালুর ফলে কেমিস্ট্রি, ফিজিক্স-এর মতো বিষয় কম সময়ে আরও ভাল করে পড়ানো যাবে। বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির শিক্ষকের অভিজ্ঞতা, ক্লাসে ঢুকে রোল কল করে পড়ানো শুরু করতেই কিছু সময় চলে যায়। পড়ানোর সময়ে বড় বড় বিক্রিয়া ব্ল্যাকবোর্ডে চকে লিখতেও অনেক সময় গড়ায়। ডিজিটাল বোর্ডে তা মুহূর্তে করা যাবে। ব্ল্যাক বোর্ডে লেখা মোছা হয়ে গেলে আর ফেরানো যায় না, নতুন প্রযুক্তিতে তা সহজে করা যাবে। নানা ‘রেফারেন্স’ এর সুলুকসন্ধান দ্রুত দেওয়া যাবে। দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে কোন ‘টপিক’ কী ভাবে পড়ানো হচ্ছে, তা-ও নিমেষে জানানো যাবে পড়ুয়াদের।

‘‘কেমিস্ট্রি অনেক পড়ুয়ার কাছেই নীরস বিষয়। স্মার্ট ক্লাসে প্রযুক্তির সাহায্যে সেই ক্লাসকেও আকর্ষণীয় করা যায়। পড়ুয়াদের বুঝতে, বোঝাতে সুবিধে হবে।’’—বলছেন কেমিস্ট্রির এক শিক্ষক কে পি চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে সহমত বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন সুমিত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘স্মার্ট ক্লাস পুরোপুরি চালু হয়ে গেলে ক্লাসে পড়ুয়াদের মন আরও অনেক বেশি টেনে রাখা যাবে।’’

শুধু বিজ্ঞানের বিভাগগুলিতে নয়, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসেও চালু হচ্ছে এই ক্লাস। ইতিহাসের শিক্ষক সব্যসাচী চট্টোপাধ্যায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মত, পাওয়ার পয়েন্টে পড়ানো গেলে ছাত্রছাত্রীদের সঙ্গে বিষয় নিয়ে কথা বলার সময় অনেক বাড়বে। জ্ঞানই শক্তি— এই আপ্তবাক্য মাথায় রেখেই স্মার্ট ক্লাস চালুর পরিকল্পনা, জানালেন ডেপুটি রেজিস্ট্র্রার প্রসেনজিৎ দেব।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, প্রযুক্তির সুফল পেতে শিক্ষকদেরও বিষয়টির সঙ্গে সড়গড় হতে হবে। আগে থেকে পিপিটি (পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন) তৈরি করে আনতে হবে। কম্পিউটার-প্রজেক্টর ইত্যাদি আগে থেকে সেট করা থাকায় তা নতুন করে লাগানোর ঝক্কি কমবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পাঁচটি ক্লাসে পঠনপাঠন শুরু হয়েছে। তবে ওই ক্লাসগুলির সার্বিক পরিকাঠামো এখনও তৈরি হয়নি। দ্রুত তা চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আধুনিক এই ক্লাসরুম এক কথায় ই-ক্লাসরুম।

স্মার্ট ক্লাসে থাকে ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার, প্রোজেক্টর, ডিজিটাল বোর্ড।

থাকে আধুনিক সাউন্ড সিস্টেম, টেলি-যোগাযোগ, ক্যামেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE