সত্যজিৎ রায়ের শতবর্ষে তাঁর একটি ছবি তৈরির নেপথ্য কাহিনি নিয়েছবি তৈরি করেছেন চিত্র পরিচালক অনীক দত্ত। সেই চলচ্চিত্রে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে ‘সিরিও কমেডিয়ান’ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করল কংগ্রেস। রবিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন লিখেছেন এআইসিসি সদস্য তথা কংগ্রেসের মুখপাত্র অশোক (রাজা) ভট্টাচার্য। মূলত তিনিই ছবিতে বিধানের চরিত্রের রূপায়ণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
যদিও ছবিটিতে সত্যজিৎ রূপী জিতু কামালের চরিত্রের নাম দেওয়া হয়েছে অপরাজিত। আর মুখ্যমন্ত্রী বিধানের চরিত্রের নাম দেওয়া হয়েছে বিমান রায়। তাতে দর্শকদের বুঝতে এতটুকু অসুবিধা হবে না যে কে কার চরিত্র অভিনয় করছেন। কংগ্রেস নেতা অশোক তাঁর প্রতিবেদনে লিখেছেন, ‘পরিচালকের চিত্রনাট্য অনুযায়ী, বিভূতিভূষণ যে তখন মৃত তা নাকি বিধান রায় জানতেনই না, সাহিত্য সংস্কৃতি বিধান রায় বুঝতেনই না এবং পরান বন্দোপাধ্যায়ের অভিনয়ে বিধান রায় হয়ে উঠলেন একজন সিরিও কমিক চরিত্র! অথচ প্রকৃত ইতিহাস তা নয়। বিধান রায়ের হাস্যরস ছিল অনেক বুদ্ধিদীপ্ত সম্পূর্ণ বা ‘উইট’-এ ভরা।’