Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তার ছিঁড়ে ট্রেন বন্ধ

ওভারহেড তার ছিঁড়ে ফের ট্রেন চলাচল ব্যাহত হল শিয়ালদহ লাইনে। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। গভীর রাত পর্যন্ত তার মেরামতির কাজ শেষ হয়নি বলে রেল সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:৪৭
Share: Save:

ওভারহেড তার ছিঁড়ে ফের ট্রেন চলাচল ব্যাহত হল শিয়ালদহ লাইনে। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। গভীর রাত পর্যন্ত তার মেরামতির কাজ শেষ হয়নি বলে রেল সূত্রের খবর। গত দু’সপ্তাহের মধ্যে তিন বার ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হল শিয়ালদহ লাইনে। রেল জানিয়েছে, ঝোড়ো হাওয়ার দাপটে রাত পৌনে ন’টা নাগাদ শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মাঝে ১ নম্বর লাইনের ওভারহেড তার ছিঁড়ে যায়। ফলে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। ইতিমধ্যে রাত সাড়ে দশটা নাগাদ ঝড়বৃষ্টি শুরু হওয়ায় মেরামতির কাজও বিঘ্নিত হয়েছে বলে রেল সূত্রের খবর। রেলকর্তারা জানান, বিধাননগর ও শিয়ালদহের মধ্যে ৩ ও ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর ব্যবস্থা করা হলেও তা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। কারণ, নৈহাটি, বনগাঁ এবং ডানকুনির দিক থেকে আসা সব ট্রেনই ৩ নম্বর লাইন দিয়ে শিয়ালদহে নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে প্রতিটি ট্রেনই খুব ধীরে ধীরে চলেছে। শিয়ালদহ থেকে হাতেগোনা যে ক’টি ট্রেন ছেড়েছে, তাতে ভিড়ও ছিল মারাত্মক। রেলের একটি সূত্র বলছে, শিয়ালদহে রক্ষণাবেক্ষণের হাল খুব খারাপ। বহু দিনের পুরনো ওভারহেড তারগুলি তাই ঝোড়ো হাওয়াতেই ছিঁড়ে যায়। সম্প্রতি কিছু বদলানো হলেও তার গুণমান নিয়ে প্রশ্ন উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train sealdah dankuni bongaon naihati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE